জিসান-সাইফউদ্দিনের ঝড়ে শুরু হংকং সিক্সেস

শেষ অবধি বাংলাদেশ বিনা উইকেটে করে ১৪৭ রান। শেষ তিন বলে আবু হায়দার রনি করেন মাত্র চার রান। সেটা না হলে ইনিংসটা ১৫০-এ পৌঁছাতো বাংলাদেশের। অধিনায়ক ইয়াসির আলী রাব্বি করেন ৯ বলে ২৬ রান।

ভয়ডরহীন ক্রিকেটের অন্য নাম যেন জিসান আলম। বহুদিন বাদে ফিরেছে হংকং সিক্সেস। আর সেই ফেরাটা হল এক রাশ সেকেলে ঝড় নিয়েই। বাংলাদেশের হয়ে ঝড়টা তুলে গেলেন জিসান আলম। ভিন্ন ঘরানার এই ফরম্যাটে জিসান ১২ বল খেলে করেন ৫৫ রান।

মানে এটুকু বললেই বোঝা যায়, ওপেনিংয়ে কতটা ঝড় তুলেছেন জিসান। ওমানের বিপক্ষে সাড়ে চারশর ওপর স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করেছেন ডান হাতি এই ব্যাটার। নিজেদের উদ্বোধনী ম্যাচে ওমানের বিপক্ষে কার্যত কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশ।

কারণ নিয়ম অনুসারে ৫০ রান করতে পারলে ব্যাটারকে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরতে হয় সাজঘরে। নিজের ইনিংসের ১২ তম বলে ছক্কা হাঁকিয়ে ৫৫ রানে পৌঁছান জিসান।

২.২ ওভারে ৬২ রানের উদ্বোধনী জুটি গড়ে তোলে বাংলাদেশ দল। এর মধ্যে একটা জিসান আলমই করেন ৫৫ রান।

জিসানের বানিয়ে দেওয়া মঞ্চে বাকি কাজটা করেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনিও ১২ বল খেলে ওই ৫৫ রানই করেন। শেষ বলে হাঁকান ছক্কা। স্ট্রাইক রেট জিসানের মতই ৪৫৮.৫৫!

শেষ অবধি বাংলাদেশ বিনা উইকেটে করে ১৪৭ রান। শেষ তিন বলে আবু হায়দার রনি করেন মাত্র চার রান। সেটা না হলে ইনিংসটা ১৫০-এ পৌঁছাতো বাংলাদেশের। অধিনায়ক ইয়াসির আলী রাব্বি করেন ৯ বলে ২৬ রান।

Share via
Copy link