নতুন একজন নেতা খুঁজে বের করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। আর সেটা হতে পারেন ঈশান কিষাণ। সেই লক্ষ্যেই মেগা নিলামের চ্যালেঞ্জে নামছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বর্তমান চ্যাম্পিয়ন কেকেআর।
গেল আসরে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক ছিলেন শ্রেয়াস আইয়ার। তাঁকে ছেড়ে দিয়ে রিটেনশন তালিকায় বড় চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দলটি ধরে রেখেছে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা ও রমনদ্বীপ সিংকে। কেকেআরের রিটেনশন তালিকায় আরও জায়গা হয়নি ফিল সল্ট, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, মিশেল স্টার্কের মত তারকাদের।
ফলে, টপ অর্ডারের শক্তি বাড়ানোর সাথে সাথে একজন নেতাও খুঁজে বের করতে হবে শাহরুখ খানের দলকে। গেল আসরের চ্যাম্পিয়ন দল বলে কথা। তাই, অধিনায়ক হওয়া চাই মোক্ষম। আর সেজন্যই মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরের দিকে নজর কেকেআরের।
আর ঈশান কিষাণকে পেয়ে গেলে আরেকটা সুবিধাও হবে। একজন উইকেটরক্ষকও যে চাই কেকেআরের। ঈশানকে পাওয়ার রাস্তাও কঠিন নয়। কারণ, মুম্বাই ইন্ডিয়ান্সের রিটেনশন তালিকায় জায়গা পাননি এই উইকেটরক্ষক ব্যাটার।
মুম্বাই আস্থা রেখেছে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, সুরিয়াকুমার যাদব ও তিলক ভার্মার ওপর। অবশ্য, আইপিএলের পরিসংখ্যান বিবেচনায় ঈশানের ওপর নজর রাখবে অনেক ফ্র্যাঞ্চাইজিই। ব্যাটিং বা কিপিং – দুই ভূমিকাতেই টপ নচ ঈশান।
তবে, চ্যাম্পিয়ন দলের অধিনায়কত্বের সুযোগ সব সময় হয় না। সেদিক থেকে কেকেআর আদর্শ এক পছন্দ হতে পারে ঈশান কিষাণের জন্য। ক্যারিয়ারের এই সময়ে একটা লাইফলাইনও দরকার বাঁ-হাতি এই ব্যাটারের।
ভারতীয় জাতীয় দল থেকে বাইরে, ঈশান কিষাণ নেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও। অচলায়তন ভাঙতে পারে কেবল ঘরোয়া ক্রিকেট কিংবা আইপিএলের পারফরম্যান্স। সেদিক থেকে কেকেআরের সাথে জোট বাঁধলে খোদ ঈশানের জন্য মন্দ হবে না।