বার্নাব্যুতে মাদ্রিদ-মিলানের মহারণ

বরাবরই মাদ্রিদ এক ভয়ঙ্কর শক্তির নাম, মাঠে তাদের প্রতিপক্ষকে ভীত করতে তারা পটু। কিন্তু সাম্প্রতিক সময়ে তারা একের পর এক ধাক্কা খেয়েছে। যা তাদের দৃঢ়তার পরীক্ষা নিয়েছে। কিছু অপ্রত্যাশিত পরাজয় তাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। সমালোচকরা বলছিল, হয়তো তাদের গ্যালাকটিকোস এবারও মুখ থুবড়ে পড়বে। আর প্রতিদ্বন্দ্বীরা প্রস্তুত তাদেরকে টেনে নিচে নামানোর জন্য।

বরাবরই মাদ্রিদ এক ভয়ঙ্কর শক্তির নাম, মাঠে তাদের প্রতিপক্ষকে ভয় দেখাতে তারা পটু। কিন্তু সাম্প্রতিক সময়ে তারা একের পর এক ধাক্কা খেয়েছে। যা তাদের দৃঢ়তার পরীক্ষা নিয়েছে। কিছু অপ্রত্যাশিত পরাজয় তাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।

সমালোচকরা বলছিল, হয়তো তাদের গ্যালাকটিকোস এবারও মুখ থুবড়ে পড়বে। আর প্রতিদ্বন্দ্বীরা প্রস্তুত তাদেরকে টেনে নিচে নামানোর জন্য। কিন্তু, মাদ্রিদ এত সহজে হার মানার নয়।

এসি মিলানের বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্য, তারা সেই ক্ষুধা অনুভব করছে যা বহু বছর ধরে তারা অনুভব করেনি।খেলোয়াড়রা, সাম্প্রতিক ব্যর্থতার তিক্ততায় উজ্জীবিত হয়ে, কঠোর অনুশীলন শুরু করেছে। মাদ্রিদের সমর্থক গোষ্ঠী অবশ্য দলের পাশেই ছিল। প্রত্যাবর্তনের গল্পও লিখতে ভালোবাসে লস ব্ল্যাংকসরা।

মিলানের বিপক্ষে তাদের ম্যাচটির জন্য মাদ্রিদ ভক্তরা অতি আগ্রহে অপেক্ষা করছে। তারা অপেক্ষা করছে নতুন এক প্রত্যাবর্তনের। বার্নাব্যুতে খেলতে চলেছে এসি মিলান। যেকোনো দলের জন্যই বার্নাব্যুতে খেলতে যাওয়া যেন কোনো অগ্নিপরীক্ষা।

বরাবরের মতই আমরা দেখতে পাই যে, সকল দলই বার্নাব্যুতে মাদ্রিদের বিপক্ষে খেলতে গেলে প্রচুর হিমশিম খায়। মিলান ও মাদ্রিদের খেলা বরাবরই জমজমাট। হেড টু হেডে কেউই কারো থেকে এগিয়ে নয়।

দুই দলের ঝোলাতেই রয়েছে ৬টি করে জয়, ৩টি ড্র। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে গোল সংখ্যার দিক থেকে মিলান মাদ্রিদের থেকে এগিয়ে। মিলান মোট ২৫টি গোল করেছে এবং মাদ্রিদ গোল করেছে ২৪টি।

মাদ্রিদ ও মিলানের লড়াই বরাবরই নতুন কিছু গল্প রচনা করে। এবারও কি মিলান বার্নাব্যুতে রেখে যাবে তাদের জয়ের ছাপ, নাকি মাদ্রিদ বুঝাবে ঘরের মাঠের উত্তাপ।

Share via
Copy link