আইপিলে খেলতে কে না চায়! কিন্তু, সব বয়সে কি আর ফিটনেস ধরে রাখা যায়। আর টি-টোয়েন্টি মানেই তো ফিটনেস, স্কিল আর বৈচিত্রের খেলা।
আইপিএলে একাধিক রোলে নিজেকে মানিয়ে নিতে পারা খেলোয়াড়দের চাহিদা সবচেয়ে বেশি। স্বাভাবিক ভাবেই তাই এবারের আইপিএল বাদ পড়তে যাচ্ছেন অনেক অভিজ্ঞ ভারতীয় খেলোয়াড়রা। বয়স আর ফিটনেস যেন তাদের প্রধান অন্তরায়। তেমন সব দুর্ভাগাদের নিয়েই এবারের আয়োজন।
- অমিত মিশ্রা
৪১ বছর বয়সী অমিত মিশ্র আইপিএলে সবোর্চ্চ উইকেট শিকারীদের মধ্যে সপ্তম। ১৭৪ উইকেটের মালিক মিশ্র গত মৌসুমে ম্যাচ খেলেছে মাত্র একটি। যেহেতু টি-টোয়েন্টি তারুণ্যর খেলা, ফিটনেস আর বয়স বিবেচনায় হয়ত দলগুলোর পছন্দের তালিকায় থাকবে না তাঁর নাম।
- জয়ন্ত যাদব
জয়ন্ত যাদবকে ২০২২ সালে ১ কোটি ৭০ লাখ রুপিতে কিনেছিল গুজরাট টাইটান্স। তবে তিন মৌসুমে মাত্র একটি ম্যাচ খেলেছেন এই ৩৪ বছর বয়সী পেসার। টেস্টে মোটামুটি পারফর্ম করলেও সীমিত ওভারের ক্রিকেটে পাওয়া সুযোগ গুলো কাজে লাগাতে না পারায় তার প্রতি আগ্রহ হারিয়েছে দলগুলো।
- উমেশ যাদব
৩৭ বছর বয়সী উমেশ যাদব কে ৫ কোটি ৮০ রূপি দিয়ে কিনেছিল গুজরাট টাইটান্স। তবে সাত ম্যাচ খেলে ১০ ইকোনমিতে উইকেট নিয়েছিলেন মাত্র আটটি। বোঝাই যাচ্ছে সেই আগের গতি বা লাইনলেন্থটা আর নেই। এর উপরে বেজ প্রাইজটাও দুই কোটি রুপি। তাই হয়ত কোন দলের চাহিদায় তাকে আর দেখা যাবে না।
- ইশান্ত শর্মা
দিল্লী ক্যাপিটালসের হয়ে গত দুই মৌসুমে খেলে ১৭ ম্যাচে ৮.২৩ ইকোনমিতে ২০ উইকেট নিয়েছেন ইশান্ত। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদা কমাবে তার বয়সা, বেলা বেড়ে যা হয়ে গেছে ৩৭। নতুন পেসারদের খোঁজে হয়ত ইশান্তকে ইগনোর করতে চাইবে দলগুলো।
- অজিঙ্কা রাহানে
অভিজ্ঞ রাহানে তার ক্যারিয়ারে নতুন জীবন পান চেন্নাইয়ে এসে। গত দুই মৌসুমে ২৭ ম্যাচে ৫৬৮ রান করেছে সে। আছে ১৮৫ টি আইপিএল ম্যাচ খেলার অভিজ্ঞতা। এছাড়াও দুই সিজনে ৫০০+ রান করারও রেকর্ড আছে তার নামের পাশে। তবে, জাতীয় দলে সাইডলাইন হতে থাকা ‘বুড়িয়ে যাওয়া’ রাহানেকে বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগেও হয়ত তাই আর নাও দেখা যেতে পারে।