প্রথম বলটা মিড উইকেটের উপর তুলে দিলেন ফিল সল্ট। একই পথ ধরে দ্বিতীয় বলটির ঠিকানা হল সীমানার ওপারে। হতভম্ব গুলবাদিন নাইব। তিনি অপলক চেয়ে রইলেন। তবে বিস্ময়ের তখনও অনেকটা বাকি। ইংলিশ এই ব্যাটার আফগান অলরাউন্ডারের সমস্ত আত্মবিশ্বাস চুরমার করে সেই ওভারে তুলে নিলেন ৩৪টি রান।
আবু ধাবি টি-টেন লিগে ফিল সল্টের টিম আবু ধাবি মুখোমুখি হয়েছিল নাইবের আজমান বোল্টসের। প্রথমে ব্যাট করে আজমান স্কোরবোর্ডে তোলে স্রেফ ৭৯ রান। জবাবে ব্যাট করতে নেমে, ষষ্ঠ ওভারেই ম্যাচ জিতে নেয় টিম আবু ধাবি। সল্টের অতিমানবীয় ব্যাটিং আবু ধাবির জয়কে সহজ করে দিয়েছে।
ম্যাচের পঞ্চম ওভারে বল হাতে ক্রিজের সামনে এসেছিলেন গুলবাদিন নাইব। তখনও জয় ৩৯ রানের দূরত্বে। সহজ জয়ই পেতে চলেছিল আবু ধাবি। কিন্তু সল্টের যেন ছিল তাড়া। তিনি দ্রুতই ম্যাচটা শেষ করতে চাইলেন। বলির পাঠা বনে গেলেন নাইব।
প্রথম দুই বলে ছক্কা হাঁকানোর পর, তৃতীয় বলেও হয়ত ছক্কার প্রত্যাশাই করেছিলেন সল্ট। কিন্তু তেমনটি হয়নি। ফুলার বলটি এক বাউন্সে সীমানার ওপারে গিয়ে পড়ে। কিন্তু সল্ট নিজের ব্যাটিং এদিন বড্ড বেশি উপভোগ করছিলেন। নাইবের সাথে স্রেফ ছেলে খেলাই করেছেন তিনি পরবর্তী তিন বলে।
চতুর্থ বল লং অন দিয়ে ছক্কা। পঞ্চম বলের পরিণতিও একই। কিন্তু এবারের পথটা ছিল মিডউইকেট। শেষ বলটাকে লং অফ দিয়ে সীমানার ওপারে ফেলেন ফিল সল্ট। তাতে করে রেকর্ড বইয়ে লেখা হয়ে যায় সল্টের নাম। এক ওভারে ৩৪ রান আবু ধাবি টি-টেন টুর্নামেন্টে এবারই প্রথম। গুলবাদিন নাইব থেকে গেলেন এই রেকর্ডের নেতিবাচক প্রান্তে।