বার্সেলোনার একবিংশ শতাব্দীর ‘পঞ্চপান্ডব’

যদি বিশ্বসেরা ক্লাব গুলো নিয়ে কথা বলতে হয়, তবে বার্সেলোনার কথা না বললেই নয়। কাতালানরা একটি সোনালী সময় পার করেছিলো। বার্সা তার ইতিহাসে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।

যদি বিশ্বসেরা ক্লাব গুলো নিয়ে কথা বলতে হয়, তবে বার্সেলোনার কথা না বললেই নয়। কাতালানরা একটি সোনালী সময় পার করেছিলো। বার্সা তার ইতিহাসে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। ২০০৬ থেকে ২০১৫ এই সময়কালেই তারা ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।

তাদের এই সোনালী সময়ের অন্যতম কারণ হলো তাদের ঘরের ছেলেরা। মেসি, জাভি, ইনিয়েস্তার মতো খেলোয়াড়রাই বার্সাকে এই সাফল্য এনে দিয়েছিল।

বার্সেলোনার ইতিহাসে অনেক বড় বড় তারকারা খেলেছেন। ২১ শতকেও অনেক তারকা খেলেছেন বার্সেলোনার জন্য। চলুন দেখে নেওয়া যাক ২১ শতকে বার্সেলোনার জন্য খেলা সেরা ৫ খেলোয়াড়কে।

  • লিওনেল মেসি (আর্জেন্টিনা)

লিওনেল মেসি শুধুমাত্র বার্সেলোনার জন্য নয়। তিনি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। তিনি বার্সার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২টি গোল করেছেন। তবে মেসি শুধুমাত্র গোল করার জন্যই বিখ্যাত নন। বলের দখল পেলেই তিনি যে কোনো মুহূর্তে বিপজ্জনক হয়ে উঠতে পারেন মাঠের যেকোনো প্রান্ত থেকে।

তার দুর্দান্ত ড্রিবলিং, অবিশ্বাস্য পাসিং দক্ষতা এবং অসামান্য দৃষ্টিভঙ্গি তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিল। আর কি বলার আছে? মেসি শুধু বার্সারই নয়, বিশ্ব সেরা।

  • আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন)

ইনিয়েস্তা খেলার গতি নিয়ন্ত্রণ করতেন। প্রতিপক্ষকে সহজেই পাশ কাটিয়ে যাওয়ার অসাধারণ ক্ষমতা ছিল তার। কিন্তু শান্ত স্বভাবের আড়ালে লুকিয়ে ছিল এক প্রতিযোগিতামূলক মনোভাব, যা তাকে বড় মঞ্চে বারবার সফল করেছে।

তা স্পেনের বিশ্বকাপ ফাইনাল হোক বা স্টামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগ। বার্সার হয়ে ইনিয়েস্তা মোট নয়টি স্প্যানিশ লিগ শিরোপা এবং চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। তবে তার অর্জনের পরিসংখ্যান নয়, তাকে স্মরণ করা হবে তার ফুটবলীয় প্রতিভার জন্য।

  • জাভি হার্নান্দেজ (স্পেন)

জাভি ১৫ বছরেরও বেশি সময় ধরে বার্সার মিডফিল্ডের প্রাণ ছিলেন। যিনি পুরো দলের ছন্দ নিয়ন্ত্রণ করতেন। ২০০৭ থেকে ২০১৩ পর্যন্ত ছয় বছর ধরে তিনি ফিফার বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছিলেন।

তার সাবেক বার্সা সতীর্থ থিয়াগো আলকান্তারা বলেছিলেন, ‘জাভি এমন একজন খেলোয়াড়, যিনি বার্সেলোনাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন।’ জাভি হার্নান্দেজ নিঃসন্দেহে একজন বার্সা কিংবদন্তি।

  • লুইস সুয়ারেজ (উরুগুয়ে)

২১শতকের অন্যতম সেরা সেন্টার ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। তিনি বার্সেলোনায় আসার পরের বছরেই ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন। সুয়ারেজ বার্সেলোনার হয়ে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করেন।

তিনি বার্সেলোনাকে অনেকগুলো শিরোপা জিততে সাহায্য করেছেন। তাই ভক্তরা তাকে ক্লাব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হিসেবেই মানে।

  • কার্লোস পুয়োল (স্পেন)

জাভির মতে, পুয়োল ছিলেন বার্সার ধারাবাহিক সাফল্যের মূল চাবিকাঠি। শুধু এই কারণে নয় যে তিনি বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার ছিলেন, বরং তার চরিত্রের কারণে। তিনি কখনোই হাল ছাড়তেন না।

তাই ‘দ্য শার্ক’ খ্যাত পুয়োল বার্সার ইতিহাসের অন্যতম সেরা নেতা হিসেবে বিবেচিত। তিনি বার্সার রক্ষণকে আগলে রাখতেন অভিভাবকের মতো করে। তিনি বার্সার হয়ে অনেকগুলো শিরোপাও জিতেছেন।

Share via
Copy link