আরো একজন তামিমের আগমনী বার্তা

কিন্তু তিন নম্বরে নেমে তামিম বাস্তবতা চেনালেন প্রতিপক্ষকে। একেবারে পরিস্থিতি বুঝে ব্যাট করেছেন তিনি, কালাম আলিনকে নিয়ে গড়েছেন ১৪২ রানের জুটি। যদিও জুটি ভাঙ্গার পর ধ্বস নামে লাল-সবুজের ব্যাটিং লাইনআপে। তবে এই বাঁ-হাতি হাল ছাড়েননি, ক্রিজের এক প্রান্ত আগলে দলকে টেনে নিয়ে গিয়েছেন নিরাপদ সংগ্রহের দিকে।

তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম অতঃপর আজিজুল হাকিম তামিম – সবগুলো নাম যেমন একসূত্রে গাঁথা তেমনি ক্রিকেটের বাইশ গজেও তাঁরা মিলেছেন একই মোহনায়। ব্যাট হাতে উইকেটে নামলে রান করতে ভুল হয় না সিনিয়র তামিম, জুনিয়র তামিমের।

ভুল হয়নি নবাগত তামিমেরও, আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন তিনি। অধিনায়ক হিসেবে এটাই তো প্রত্যাশা ছিল তাঁর কাছে, একেবারে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট।

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টাইগার যুবারা এদিন মুখোমুখি হয়েছিল আফগানিস্তানের। টসে হেরে আগে ব্যাট করতে নেমে টাইগারদের শুরুটা অবশ্য ভাল হয়নি, প্রথম ওভারেই আউট হন ওপেনার জাওয়াদ আবরার।

কিন্তু তিন নম্বরে নেমে তামিম বাস্তবতা চেনালেন প্রতিপক্ষকে। একেবারে পরিস্থিতি বুঝে ব্যাট করেছেন তিনি, কালাম আলিনকে নিয়ে গড়েছেন ১৪২ রানের জুটি। যদিও জুটি ভাঙ্গার পর ধ্বস নামে লাল-সবুজের ব্যাটিং লাইনআপে। তবে এই বাঁ-হাতি হাল ছাড়েননি, ক্রিজের এক প্রান্ত আগলে দলকে টেনে নিয়ে গিয়েছেন নিরাপদ সংগ্রহের দিকে।

৪৭তম ওভারে আসে সেই মাহেন্দ্রক্ষণ, নুরিস্তানি ওমরজাইকে ছক্কা মেরে তিন অঙ্কের ঘরে পা রাখেন তিনি। এত বড় মঞ্চে এবারই প্রথম খেলতে নেমেছেন, আর প্রথম সুযোগেই ওভার বাউন্ডারি! এরপর আর রান করতে না পারলেও আটটি চার ও চারটি ছয়ের মারে সাজানো ইনিংসটির প্রশংসা করতেই হয়।

স্ট্রাইক রেট নিয়ে অবশ্য সমালোচনা করা যায়, তবে এখন তো মাত্র শুরু। পথ চলতে চলতে অনেক কিছুই শিখতে হবে এই তরুণকে; সেজন্য সমালোচনায় ভেঙে না পড়ে বরং শেখার মানসিকতা থাকাটা জরুরী।

কিন্তু তিন নম্বরে নেমে তামিম বাস্তবতা চেনালেন প্রতিপক্ষকে। একেবারে পরিস্থিতি বুঝে ব্যাট করেছেন তিনি, কালাম আলিনকে নিয়ে গড়েছেন ১৪২ রানের জুটি। যদিও জুটি ভাঙ্গার পর ধ্বস নামে লাল-সবুজের ব্যাটিং লাইনআপে। তবে এই বাঁ-হাতি হাল ছাড়েননি, ক্রিজের এক প্রান্ত আগলে দলকে টেনে নিয়ে গিয়েছেন নিরাপদ সংগ্রহের দিকে।

Share via
Copy link