লরা ডেলানি, চাপেও দৃঢ়তা টলেনি

এক লরা ডেলানির কাছেই যেন হেরেছে বাংলাদেশের মেয়েরা। শেষ ওভারের নাটকীয় মোড়ে জয় ছিনিয়ে নিয়েছেন আইরিশ অলরাউন্ডার।

এক লরা ডেলানির কাছেই যেন হেরেছে বাংলাদেশের মেয়েরা। শেষ ওভারের নাটকীয় মোড়ে জয় ছিনিয়ে নিয়েছেন আইরিশ অলরাউন্ডার। টানা তিন বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি শেষ ওভারে। তাতে করে টি-টোয়েন্টিতে ধবলধোলাই হতে হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। ওয়ানডের দাপুটে সিরিজ জয়ের ধারা টি-টোয়েন্টি সিরিজে থাকেনি অব্যাহত।

ব্যাটারদের দূর্বলতায় স্কোরবোর্ডে মাত্র ১২৩ রান তুলতে সক্ষম হয় নিগার সুলতানার দল। যদিও সোবাহানা মোস্তারি ও শারমিন সুলতার ৭১ রানের জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল দল। কিন্তু এরপর রীতিমত তাসের ঘরে পরিণত হয়েছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার।

স্বল্প রানের পুঁজি নিয়েও লড়াই করতে দ্বিধা করেনি জ্যোতির দল। আয়ারল্যান্ডের ওপেনিং জুটিতে বাংলাদেশের জয়ের আশা ক্ষীন হয়েছিল বটে। কিন্তু সেখান থেকেও ঘুরে দাঁড়ানোর যাত্রা শুরু করেছিলেন জান্নাতুল ফেরদৌস সুমনা। তিনি এমি হান্টারের উইকেট তুলে নেন। দ্রুত সময়ের মধ্যে গ্যাবি লুইসও ফেরেন প্যাভিলিয়নে।

এরপরই যেন ম্যাচের লাগাম নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসতে শুরু করে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্যে আইরিশদের প্রয়োজন ছিল ১৫ রান। স্বর্ণা আক্তারের বিশতম ওভারের প্রথম বলে উইকেট পায় বাংলাদেশ, তাতে জমে যায় ম্যাচ।

কিন্তু লরা ডেলানি যেন শান্ত বদনে অবলোকন করছিলেন পরিস্থিতি। তিনি ভরসা রেখেছিলেন নিজের উপর। আর সেই আত্মবিশ্বাসের উপর ভর করেই লরা আইরিশ তরী ভিড়িয়েছেন জয়ের বন্দরে। দ্বিতীয় বলে দুইরান নিয়ে স্ট্রাইক নিজের কাছেই রাখেন লরা।

এরপর টানা তিনটি বাউন্ডারি হাঁকান ডেলানি। তার এমন দূর্দান্ত ব্যাটিং দৃঢ়তার জোরেই জিতেছে আয়ারল্যান্ড। ৩১ বলে ৩৬ রানে অপরাজিত থেকেছেন তিনি। দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন।

Share via
Copy link