বাংলা টাইগার্স এখন যেন পুরো দস্তুর ট্রফি হান্টার, হিংস্র বাঘ যেমন হরিণ শিকারে ব্যস্ত থাকে সারা সময় তাঁরাও শিরোপার সন্ধানে ওঁত পেতে থাকে। সবশেষ লঙ্কা টি-টেন লিগে শিরোপা জিতে নিয়েছে দলটি; ফাইনালে জাফনা টাইটান্সকে ২৬ রানে হারিয়ে উদযাপনের উপলক্ষ তৈরি করে নিয়েছে।
এর আগে জিম-আফ্রে টি-টেন লিগেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল বাংলা টাইগার্স। চলতি বছরের শুরুর দিকেই সিকান্দার রাজার অধীনে নিজেদের প্রথম ট্রফির স্বাদ পায় দলটি, বছরের শেষে এসে দাসুন শানাকার নেতৃত্বে আরো একবার সেই স্বাদের পুনরাবৃত্তি ঘটে।
এর মধ্য দিয়ে বিরল এক রেকর্ড গড়েছে বাংলা টাইগার্স, বিশ্বের প্রথম ফ্রাঞ্চাইজি হিসেবে একই পঞ্জিকাবর্ষে দুইটি ভিন্ন দেশের দুই ভিন্ন লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো তাঁরা – আইপিএল, বিগ ব্যাশ কিংবা পিএসএলের ফ্রাঞ্চাইজিগুলোকে হারিয়ে এমন অর্জনে নাম লেখানো তাঁদের জন্য তো বটেই বাংলাদেশের জন্যও গর্বের বটে।
ভিনদেশী লিগে লাল-সবুজের কোন দল প্রতিনিধিত্ব করবে সেটাই তো ছিল স্বপ্নের মত। সেই স্বপ্ন পূরণ হয়েছে বাংলা টাইগার্সকে দিয়ে। আবু ধাবি টি-টেন লিগে দল নিয়েছিল তাঁরা। কয়েক মৌসুম ধরেই হেভিওয়েট দল গড়েছে, যদিও ভাগ্য সহায় হয়নি।
তবে জিম্বাবুয়েতে আয়োজিত টি-টেন লিগে সফলতার দেখা মিলেছে বেশ দ্রুতই, আর সেটার ধারাবাহিকতা ধরে রেখে লঙ্কা দ্বীপেও রাজত্ব সৃষ্টি করেছে তাঁরা। হাম্বানটোটা বাংলা টাইগার্স নামে জিতেছে ট্রফি, গড়েছে একগাদা রেকর্ড।
এই দলটার সাথে বাংলাদেশের সম্পর্ক অবশ্য কেবল ম্যানেজম্যান্টে নয়, টাইগার তারকারাও খেলেন তাঁদের হয়ে। এইতো হাম্বানটোটায় ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং সাব্বির রহমান; দু’জনে যতটুকু সুযোগ পেয়েছেন পারফরমও করেছেন।