বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জনপ্রিয়তা ও আকর্ষণ অনেকটাই নির্ভর করে আন্তজার্তিক তারকাদের উপস্থিতির উপর। যেখানে পাকিস্তানি খেলোয়াড়দের প্রভাব বরাবরই চোখে পড়ার মতো। বিপিএল ২০২৫ এর দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন পাকিস্তানি দুই ব্যাটার খুশদিল শাহ এবং ইফতেখার আহমেদ। তাদের বিধ্বংসী ব্যাটিং দলের পক্ষে ১৯১ রানের বিশাল পুঁজি এনে দেয়।
ইফতেখার আহমেদ ইনিংসের মাঝপথে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে খেলেন। ৪৯ রানের কার্যকরী ইনিংস উপহার দেন তিনি, তার ব্যাট থেকে আসে আটটি চার। তিনি একপ্রান্ত ধরে রেখে রান তোলার গতি ঠিক রাখেন।
অন্যদিকে, ইনিংসের শেষভাগে খুশদিল শাহ ক্রিজে এসে রীতিমতো ঝড় তোলেন। মাত্র ২৩ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।
১৪ তম ওভারে ক্রিজে এসে আলাউদ্দিন বাবুকে চার মেরে বাউন্ডারি যাত্রা শুরু করেন খুশদিল। এরপর ১৭তম ওভারে মুস্তাফিজুর রহমানকে টানা বাউন্ডারি মেরে রানের গতি বাড়ান। শেষ ওভারে তিনি আবারও মুস্তাফিজকে দুটি বিশাল ছক্কা হাঁকান। যা রংপুরের স্কোরকে বিশাল পুঁজি হিসেবে গড়ে তোলে। খুশদিলের এই আক্রমণাত্মক ইনিংসের সঙ্গেই রংপুরের জয়ের স্বপ্ন উজ্জ্বল হয়ে ওঠে।
পাকিস্তানি খেলোয়াড়দের এমন পারফরম্যান্স বিপিএলকে নতুন মাত্রা দিচ্ছে। তাদের অভিজ্ঞতা ও দক্ষতা দলগুলোকে শক্তিশালী করছে এবং প্রতিযোগিতার মান বাড়াচ্ছে। খুশদিল-ইফতেখারের এই দুর্দান্ত ইনিংস শুধু রংপুর রাইডার্সকেই নয়, পুরো বিপিএলকেই আলাদা জৌলুস এনে দিচ্ছে।
পাকিস্তানি ক্রিকেটারদের ধারাবাহিক এমন পারফরম্যান্স বিপিএলকে আরও আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।