এই নিবেদনটার জন্যই অনন্য রিয়াদ

থার্ড ম্যান থেকে দৌঁড়ে আসলেন। ঝাপ দিয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। দর্শনীয় ক্যাচ। কে বলবে মানুষটার বয়স ৩৯!

থার্ড ম্যান থেকে দৌঁড়ে আসলেন। ঝাপ দিয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। দর্শনীয় ক্যাচ। কে বলবে মানুষটার বয়স ৩৯! মানুষটার নাম – মাহমুদউল্লাহ রিয়াদ। ক্রিকেট খেলাটার প্রতি এই নিবেদন আছে বলেই তিনি বাংলাদেশ ক্রিকেটের কাল্ট হিরো।

মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয় ফিটনেস ইস্যুতে। বলা হয়, তাঁর শরীর আর চলে না। ফিল্ডিংয়ে তাঁকে লুকিয়ে রাখতে হয়। এবারও তাই হয়েছিল। থার্ড ম্যানে ফিল্ডিং করতে আসলে খুব বেশি অ্যাথলেটিক হওয়ার দরকার পড়ে না।

কিন্তু, এবার সুযোগটা আসল রিয়াদের। ফাহিম আশরাফের বলের লাইন বুঝতে পারেননি মুনিম শাহরিয়ার। পুল করতে গিয়েছিলেন, টপ এজ হয়। থার্ড ম্যান থেকে দৌঁড়ে এসে মাটিতে শুয়ে বলটাকে তালুবন্দী করেন রিয়াদ। কোনো রান না করেই সাজঘরে ফিরে যান মুনিম শাহরিয়ার।

এক ওভার বাদেই বল হাতে নেন, তুলে নেন জেন-পিয়ার কোৎজের উইকেট। তিন উইকেট নেই ঢাাক ক্যাপিটালসের। দারুণ এক ব্রেক-থ্রু। খেলাটার প্রতি এটাই মাহমুদউল্লাহর কমিটমেন্ট। বোলিংটা তিনি নাকি আজকাল আর করতেই চান না – এমন সমালোচনা যারা করেন – তাঁদের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য এরকম একটা ওভারই যথেষ্ট।

রিয়াদ অবশ্য সমালোচনার প্রকাশ্য জবাব খুব কমই দেন। তিনি বরাবরই মনোযোগ দেন মাঠের লড়াই। এই ক্যাচটাই তাঁর প্রমাণ। কথার লড়াই তাঁকে খুব বেশি টানে না। হয়তো খুব বেশি দিন আর টেনে নেবেন না নিজের ক্যারিয়ার। তবে, যত দিন আছেন, লড়াইয়ের প্রতীক হয়েই থাকবেন।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link