কোপা দেল রে টুর্নামেন্ট আসলেই রিয়াল মাদ্রিদ কেমন যেন মিইয়ে যায়। এই টুর্নামেন্ট থেকে অকালে বাদ পড়ার পুরনো রেকর্ট আছে তাঁদের। সেই তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটতে পারতো; আবারো বাদ পড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল রিয়াল, তবে ভাগ্য ভাল বলতেই হয়। কেননা স্কোয়াডে ছিলেন ফেলিপ্পে এন্ড্রিক।
এন্ড্রিক একাই তো পেন্ডুলামের মত দুলতে থাকা ম্যাচের ফলাফল গড়ে দিয়েছিলেন, তাঁর অবিশ্বাস্য পারফরম্যান্সের সুবাদে এদিন ম্যাচে টিকেছিল লস ব্ল্যাঙ্কোসরা। আসলে এলোমেলো রক্ষণভাগ সত্ত্বেও ম্যাচ হাতের বাইরে যেতে দেয়নি তাঁরা।
অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে মূলত ম্যাজিকের ঝাঁপি খুলে বসেছিলেন এই ব্রাজিলিয়ান। ডি বক্সের একটু৷ ভিতরে থেকে আর্দা গুলারের পাস পান তিনি, এরপর ঘুরে গিয়ে বাম পায়ের বুলেট শট এবং গোল। গোলরক্ষকের কোন সুযোগই ছিল না ঠেকানোর। পরের গোলটা আরো ক্লিনিক্যাল – কর্নার থেকে উড়ে আসা বল তাঁর পায়ের কাছে উড়ে আসলে বুদ্ধিদীপ্ত ব্যাকহিলে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।
সব মিলিয়ে পিওর স্ট্রাইকারের মতই গোল আদায় করে নিয়েছেন এই তরুণ। তাঁকে ঠিক যে কারণে পালমেইরাস থেকে ইউরোপে নিয়ে আসা হয়েছে ঠিক সেটাই করেছেন তিনি। বেঞ্চে বসে অপেক্ষায় ছিলেন নিজে সুযোগ পাওয়ার, আর সেই সুযোগ আসতেই দু’হাতে লুফে নিলেন তিনি। তাঁর যে আরো বেশি গেমটাইম প্রয়োজন সেটাও প্রমাণ হয়ে গেলো পনেরো মিনিটের ঝলকানিতে।
এর আগে অবশ্য অল হোয়াইটদের নেতৃত্ব দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে একেবারে একক প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে দেন তিনি, পরের গোলেও অবদান আছে তাঁর। ভিনিসিয়াস জুনিয়রকে অ্যাসিস্ট করার আগে ব্রাহিমকে থ্রু পাসটা দিয়েছিলেন ফরাসি অধিনায়ক নিজেই। কিন্তু ঝামেলা বাঁধে তিনি বদলি হিসেবে উঠে যাওয়ার পরেই।
৭৯ মিনিটে এমবাপ্পে মাঠ ছাড়েন; এরপরই ৮৩ মিনিট এবং ৯০ মিনিটের সময় গোল করে ম্যাচে সমতা ফেরায় সেল্টা ভিগো। যদিও লাভ হয়নি শেষপর্যন্ত, এন্ড্রিকের দিনে বাকিসব ম্লান হয়ে গিয়েছে। ম্লান হয়ো গিয়েছে ফেদেরিকো ভালভার্দের ওরকম একটা গোলও, ডি বক্সের বাইরে থেকে ভলিতে এই মিডফিল্ডার বল জড়িয়েছিলেন জালে; যদিও শিরোনাম দখল করে আছেন উদীয়মান সাম্বা বয়।