ভারতের সামনে আর মাত্র তিনটি ম্যাচ, তারপরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই ঠিক হবে, কারা সুযোগ পাবেন আসন্ন আইসিসি মেগা টুর্নামেন্টে। এর আগে ভারতের শিবিরে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম খোদ জাসপ্রিত বুমরাহ।
চোটের কারণে তাঁর ফিটনেস নিয়ে এক রকম ধোঁয়াশাই তৈরি হয়েছে। সর্বশেষ তিনি স্ক্যানের জন্য ব্যাঙ্গালুরু গেছেন, যা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন। এখন তাঁকে ছাড়াই ভারতকে দুবাইয়ে খেলতে যেতে হলে অবাক হওয়ার কিছু নেই।
গেল বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট চলাকালীন পিঠের চোট পান বুমরাহ। সঙ্গে সঙ্গেই স্টেডিয়াম থেকে স্ক্যান করাতে পাঠানো হয়। পরে ফিরে এলেও আর বল হাতে নেননি তিনি। এরপরই তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড।
ঘরোয়া ক্রিকেটেও নামতে দেওয়া হয়নি, যা নিয়ে জল্পনা আরও বেড়ে যায়, সংশয় বাড়ে — বুমরাহ কি আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন? যদিও কয়েকদিন আগে নিজেই আশ্বস্ত করে জানিয়েছিলেন, তিনি খেলতে প্রস্তুত।
কিন্তু, হুট করে আবার স্ক্যান করাতে যাওয়ার খবর ভারতীয় শিবিরে দুশ্চিন্তার কালো মেঘ জমাচ্ছে। আসছে ছয় ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। কিন্তু, পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। স্ক্যান করে আসার পরই বিসিসিআই জানায় এই দু:সংবাদ।
এর অর্থ হল, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেকে প্রমাণের একটা সুযোগও পাবেন না বুমরাহ। বিসিসিআই এখনও তার ফিটনেস নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি। বোর্ডের রহস্যজনক নীরবতা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেটের জন্য।
এর মধ্যে আবার লম্বা সময় পরে দলে ফিরেছেন মোহাম্মদ শামি। দীর্ঘ ৪৪১ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট পেয়েছেন তিনি। তবে, এখনও শতভাগ ছন্দ ফিরে পাননি।
ফলে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পেস আক্রমণের দায়িত্ব নেওয়ার মত আছেন কেবল আর্শদ্বীপ সিং। তাই, টিম ম্যানেজমেন্টের চাওয়া থাকবে, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার বুমরাহ যেন সময় মতো নিজেকে তৈরি করে নিতে পারেন।