কাভার ড্রাইভে বাবরের শুরু, শেষ হাসি হার্দিকের

এমন ছোট ছোট ব্যাটেলই ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচকে আরও বেশি রোমাঞ্চিত করে তোলে। 

নিজের পছন্দের কাভার ড্রাইভ খেললেন বাবর আজম। একবার পেলেন বাউন্ডারি পরের বলেই আউট। হার্দিক পান্ডিয়া হাতের ইশারায় বাবরকে বিদায় জানালেন। বাবর আজম এক অসহায়ের হাসি হেসে মাঠ ছাড়লেন। আর পাখির ডানা মেলে সবুজ গালিচায় উড়ে বেড়ালেন হার্দিক পান্ডিয়া।

ভারত-পাকিস্তান মহারণ। এখানে প্রতিটা মুহূর্তই যেন চোখে লেগে থাকার মত। তেমনই এক ঘটনা ঘটল নবম ওভারে। বল হাতে বোলিং প্রান্তে এলেন হার্দিক। তখন ব্যাটিং প্রান্তে থিতু হওয়া শুরু করছেন বাবর আজম। হার্দিক প্রথম বলে একটা ফুলটস ছুড়লেন আউটসাইড অফ স্ট্যাম্পে।

স্ট্যাম্পের বহু বাইরের বলটায় কাভার ড্রাইভ খেললেন বাবর। বাউন্ডারি হজম করে নিজের উপর বিরক্তি ঝেড়েছেন ভারতীয় অলরাউন্ডার। মনে মনে বেশ খুশিই হওয়ার কথা তখন বাবরের। ওভারের প্রথম বলেই বাউন্ডারি মারলেন তিনি। তাতে করে যেকোন বোলারের মনোবল হতে পারে আঘাতপ্রাপ্ত।

কিন্তু হার্দিক পান্ডিয়ারা অল্পতেই নুইয়ে যান না। তারা প্রতিবার ফাইটব্যাক করে। এবারেও হল তাই। পরের বলটাই করলেন অফ স্ট্যাম্প চ্যানেলের চতুর্থ স্ট্যাম্পে। সেই লাইনের বলটাও কাভার ড্রাইভ করতে চাইলেন বাবর। কিন্তু এদফা আর ব্যাটে বলে সংযোগ হল না।

ব্যাটের বাহির দিকের আলতো খোঁচা লেগে বল গিয়ে জমা হয় লোকেশ রাহুলের দস্তানায়। এরপরই উদযাপনের মেতে ওঠেন হার্দিক। প্রথমে তিনি বিদায় জানালেন বাবরকে। এরপরই পাখির ডানায় উড়ে যেতে চাইলেন।

বাবর-হার্দিক লড়াইয়ে শেষ হাসিটা হেসেছেন হার্দিক পান্ডিয়া। এমন ছোট ছোট ব্যাটেলই ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচকে আরও বেশি রোমাঞ্চিত করে তোলে।

Share via
Copy link