পাকিস্তানকে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসার, আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিসিবি কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের জুলাই-আগস্টে হতে পারে এই সিরিজ।
এখন অবধি কোন কিছুই চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে, দুই বোর্ডই এই সিরিজের ব্যাপারে ইতিবাচক অবস্থায় আছে। প্রস্তাবিত সিরিজে আছে তিন ওয়ানডে আর দুই টি-টোয়েন্টি।প্রাথমিক আলোচনা হয়েছে বিসিবি কর্তা ফারুক আহমেদ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি মহসিন নাকভির মধ্যে। চ্যাম্পিয়নস ট্রফির দুবাই পর্ব চলমান অবস্থায় এই আলোচনা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এফটিপি অনুসারে মে মাসে তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় জুলাই-আগস্টে পাকিস্তানকে সাদা বলে আতিথেয়তা করতে চায় বাংলাদেশ।
সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনসের হেড শাহরিয়ার নাফিস। তিনি বলেন, ‘এই ব্যাপারে বিসিবি এবং পিসিবির মধ্যে আলোচনা হয়েছে। দুই পক্ষই সিরিজটির ব্যাপারে আশাবাদী।ইতিমধ্যই দুই দল ছিটকে গেছে চ্যাম্পিয়নস ট্রফি থেকে। ফেব্রুয়ারির ২৭ তারিখ নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে এই দুই-দল।
এরপরেই এপ্রিলের মাঝামাঝিতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট খেলবে বাংলাদেশ। এছাড়াও জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে দুই টেস্ট , তিন ওয়ানডে আর একাধিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। আগস্ট-সেপ্টেম্বরে ভারতও আসবে বাংলায়, সিরিজে থাকবে তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি। এরপরেই এশিয়া কাপের মিশন শুরু হবে বাংলাদেশের।
এত ব্যস্ততার মধ্যও সিরিজটা আয়োজন করতে চায় বিসিবি। এখন দেখার বিষয় সব প্রতিকূলতা দূর করে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ কি আসলেই হয় কি-না। যদিও দুই দলে মাঠের খেলায় নেই তেমন কোন ছন্দে। তবুও যেহেতু বাংলাদেশে খেলা ,তাই বাংলাদেশ-পাকিস্তান সিরিজেদর্শকদের উপচে পড়া ভীড় কামনা করছে নিশ্চয় ক্রিকেট বোর্ড।