অনন্য রান আউটে ২০ রান সেভ!

একটা অনবদ্য ফিল্ডিং। একটা অবিশ্বাস্য থ্রো। দারুণ এক রান আউট। একাই মুহূর্তের মধ্যে অন্তত বিশটা রান সেভ করলেন শ্রেয়াস আইয়ার। অ্যালেক্স ক্যারির গাড়িতে চড়ে অস্ট্রেলিয়ার স্কোরটা বড় হচ্ছিল যখন, তখনই দৃশ্যপটে আসলে এই ঘটনা। ভারত ফিরল ম্যাচে।

একটা অনবদ্য ফিল্ডিং। একটা অবিশ্বাস্য থ্রো। দারুণ এক রান আউট। একাই মুহূর্তের মধ্যে অন্তত বিশটা রান সেভ করলেন শ্রেয়াস আইয়ার। অ্যালেক্স ক্যারির গাড়িতে চড়ে অস্ট্রেলিয়ার স্কোরটা বড় হচ্ছিল যখন, তখনই দৃশ্যপটে আসলে এই ঘটনা। ভারত ফিরল ম্যাচে।

১০৭ স্ট্রাইক রেটে ৬১ রান করেছিলেন ক্যারি। তিনি ইনিংসের শেষ অবধি থাকলে বিপদ বাড়তে পারত ভারতের। সময়টা ক্রমেই ফুরিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়ার জন্য। ঠিক তখনই অ্যালেক্স ক্যারি নিলেন এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত—যার মূল্য দিতে হলো পুরো উইকেটের বিনিময়ে।

হার্দিক পান্ডিয়ার শর্ট পুল করেছিলেন ক্যারি, বল গড়িয়ে গেল স্কয়ার লেগের দিকে। এক রান নিয়েই থেমে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু দ্বিতীয় রান নিতে চাইলেন। বিপরীতে ছিলেন শ্রেয়াস আইয়ার — যিনি এমন সুযোগ হাতছাড়া করার মানুষ নন।

বজ্রগতির থ্রোয়ে এক মুহূর্তে হিসাব চুকিয়ে দিলেন আইয়ার। বল স্টাম্প ভাঙার আগেই যেন গল্পটা লেখা হয়ে গিয়েছিল — ক্যারি অনেক দূরে! কে জানে, এই থ্রোই হয়তো ম্যাচের ভাগ্য গড়ে দিল!

Share via
Copy link