সংগ্রামের মঞ্চে ঝড় তুললেন ব্রেসওয়েল

ভারতীয় বোলারদের চোখে চোখ রেখে মারছেন, অস্বস্তি ছড়িয়ে দিচ্ছেন রোহিতের পরিকল্পনায়। রানটা খুব বেশি নয়, ৫৩, কিন্তু সেটাই কি পার্থক্য গড়ে দেবে?

দুবাইয়ের গরম বাতাসে নিউ জিল্যান্ড শিবিরে যেন শীতল স্বস্তি এনে দিলেন মাইকেল ব্রেসওয়েল। একপ্রান্ত থেকে উইকেট ধস, অন্যপ্রান্তে দাঁড়িয়ে একা লড়াইয়ের প্রতিচ্ছবি। হাতে পেলেন মাত্র ৪০টি বল, কিন্তু তাতে যে প্রতিটি মুহূর্তে ম্যাচের চিত্র পাল্টে দেওয়া যায়—সেটাই বুঝিয়ে দিচ্ছেন ব্রেসওয়েল!

নিউজিল্যান্ডের বোর্ডে জমা হল ২৫১, এখান থেকে লড়াই করা যাবে। সেই লড়াই করার পুঁজি এনে দিলেন মাইকেল ব্রেসওয়েল। দুই ছক্কা এর তিন চারে সাজানো এই ইনিংসের সুবাদে শেষ সাত ওভারে ৬৭ রান তোলে নিউজিল্যান্ডের।

ভারতীয় বোলারদের চোখে চোখ রেখে মারছেন, অস্বস্তি ছড়িয়ে দিচ্ছেন রোহিতের পরিকল্পনায়। যখন নিউ জিল্যান্ডের মিডল অর্ডার নড়বড়ে, তখনই যেন বজ্র হয়ে নেমেছেন ব্রেসওয়েল। স্ট্রোকের বৈচিত্র্যে কখনো কাভার ড্রাইভ, কখনো পুল—চারদিকে বল ছড়িয়ে দিচ্ছেন যেন বধ্যভূমিতে নি:শঙ্কোচ এক যোদ্ধা।

রানটা খুব বেশি নয়, ৫৩, কিন্তু সেটাই কি পার্থক্য গড়ে দেবে? ভারতের বিপক্ষে ছোট ছোট ঝড়ও তো কখনো কখনো হুরিকেন হয়ে ওঠে! ব্রেসওয়েলের ইনিংস কি কিউইদের হাতে তুলে দেবে চ্যাম্পিয়ন্স ট্রফির মুকুট, নাকি ভারতীয় ব্যাটাররা শেষ হাসিটা হাসবেন?

Share via
Copy link