চ্যাম্পিয়ন্স ট্রফির রেশ কাটার আগেই দামামা বেজে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। আর সপ্তাহ দুয়েকও বাকি নেই, এরপর মাঠে গড়াবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব। তবে শেষ সময়ে এসে দলগুলোর মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে তারকা খেলোয়াড়দের নাম প্রত্যাহার।
ব্যক্তিগত কারণ দেখিয়ে ইতোমধ্যে হ্যারি ব্রুক নিজের নাম বাদ দিয়েছেন আইপিএলের আসন্ন আসর থেকে। স্বাভাবিকভাবেই দিল্লি ক্যাপিটালসের পরিকল্পনায় বড়সড় ব্যাঘাত ঘটেছে। তবে এখানেই শেষ নয়, আরো অন্তত তিনজন বিশ্বসেরা ক্রিকেটার হাঁটতে পারেন ব্রুকের দেখানো পথে।
- জোফ্রা আর্চার (ইংল্যান্ড)
এক্ষেত্রে সবার আগে বলতে হয় জোফ্রা আর্চারের নাম। ২০২৩ সালে আইপিএল খেলেছিলেন তিনি, কিন্তু পরের বছর দেখা যায়নি তাঁকে। এবারও না খেলার কথা ছিল, তবে শেষমুহুর্তে নিলামে নাম দেন এই পেসার। মূলত চোট শঙ্কায় তাঁর অনুমতিপত্র আটকে রেখেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি), পরবর্তীতে অনুমতি পান তিনি।
যদিও মার্ক উডের নতুন করে ইনজুরিতে পড়া আর আসন্ন ভারত সিরিজের কারণে ইসিবি পুনরায় আলোচনায় বসেছে আর্চারকে নিয়ে; তাঁকে এনওসি না দেয়ার প্রস্তাব জোরেশোরেই উঠেছে। তাই তাঁর এবারের আইপিএল খেলা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
- মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে মহাগুরুত্বপূর্ণ অবদান রয়েছে মিচেল স্টার্কের। কিন্তু দিল্লি ক্যাপিটালস খুব সম্ভবত তাঁকে পাচ্ছে না ২০২৫ সালের আইপিএলে। টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল এবং অ্যাশেজের আগে পুরোপুরি ফিট হতে চান স্টার্ক, সেজন্য চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলেননি। আর এখন তিনি আইপিএল খেলবেন দুই মাস ধরে, সেই সম্ভাবনা প্রায় তলানিতে।
জাতীয় দলের কারণে আইপিএলকে না বলা অবশ্য এই অজি পেসারের জন্য নতুন কিছু নয়। লম্বা একটা সময় তিনি নিজেকে আইপিএল থেকে সরিয়ে রেখেছিলেন স্রেফ আন্তর্জাতিক ক্রিকেটে সেরাটা দেয়ার জন্য। এবারও হয়তো সেটার পুনরাবৃত্তি ঘটবে।
- অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)
ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০২৪ আইপিএল খেলেননি অ্যাডাম জাম্পা। তবু মেগা নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদ দলে নিয়েছিল তাঁকে, কিন্তু লাভ কতটুকু হয়েছে তা নিয়ে সংশয় জেগেছে। কেননা আইপিএল পরবর্তী জাতীয় দলের সূচির কথা ভেবে নিজের ওয়ার্কলোড ম্যানেজ করতে চাচ্ছেন এই লেগ স্পিনার। যদিও তাঁর নাম প্রত্যাহারের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়, দ্রুতই হয়তো জানা যাবে সেটা।