আইপিএল মানেই টাকার ঝনঝনানি, কাঙ্খিত ক্রিকেটারকে স্কোয়াডে ভেড়াতে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে ফ্রাঞ্চাইজিগুলো। এর ফলে অনেক তারকা পেয়ে যান বিশাল অঙ্কের পারিশ্রমিক। ব্যতিক্রম হয়নি এবারের আসরেও – আর আজকের আয়োজন সবচেয়ে দামী পাঁচ বিদেশি ক্রিকেটারকে নিয়ে।
- জশ বাটলার – ১৫.৭৫ কোটি রুপি
রাজস্থান রয়্যালসের হয়ে লম্বা সময় খেলার পর মেগা নিলামে উঠেছিল জশ বাটলারের নাম। বিধ্বংসী এই ওপেনারকে দলে নেয়ার সুযোগ হাতছাড়া করতে চায়নি কেউই, তাই তো কাড়াকাড়ি হয়েছে নিলামের টেবিলে। শেষমেশ গুজরাটে টাইটান্স ১৫.৭৫ কোটি রুপির বিনিময়ে তাঁকে স্কোয়াডে ভিড়িয়েছে। সামর্থ্য বিবেচনায় অবশ্য এমন অঙ্ক তাঁর প্রাপ্য ছিল।
- ট্রেন্ট বোল্ট – ১২.৫০ কোটি রুপি
জশ বাটলারের মতই রাজস্থান রয়্যালসকে বিদায় বলে নতুন দলে নাম লিখিয়েছেন ট্রেন্ট বোল্ট। এবারের আসরে তিনি খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, সেজন্য মুম্বাইকে গুণতে হয়েছে ১২.৫০ কোটি রুপি। এর আগে ২০২০ এবং ২০২১ সালে এ দলটায় হয়ে খেলেছিলেন কিউই পেসার। আরো একবার নীল জার্সিতে তাঁকে দেখার অপেক্ষায় আছে সমর্থকেরা।
- জশ হ্যাজলউড – ১২.৫০ কোটি রুপি
ট্রেন্ট বোল্টের সমান ১২.৫০ কোটি রুপিতে জশ হ্যাজলউডকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। পেস আর অ্যাকুরেসির কারণে তাঁর বাড়তি কদর রয়েছে ক্রিকেটাঙ্গনে, বিশেষ করে শুরুর পাওয়ার প্লেতে ব্যাটারদের জন্য অস্বস্তির নাম হ্যাজলউড। ২০২২ এবং ২০২৩ সালেও অবশ্য বিরাট কোহলিদের সঙ্গে খেলেছিলেন এই ডানহাতি; মানিয়ে নিতে তাই সমস্যা হবে না।
- জোফ্রা আর্চার – ১২.৫০ কোটি রুপি
আরো একজন পেসার, আরো একবার ১২.৫০ কোটি রুপি। ট্রেন্ট বোল্ট, জশ হ্যাজলউডের সমান মূল্যে রাজস্থান রয়্যালসের ডেরায় গিয়েছেন জোফ্রা আর্চার। যদিও ইনজুরি আর্চারের স্থায়ী শত্রু, এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তিনি। তবে সেই শঙ্কার কথা না ভেবে রাজস্থান ভরসা রেখেছে তাঁর সামর্থ্যের ওপর।
- মিচেল স্টার্ক – ১১.৭৫ কোটি রুপি
গত বছর রেকর্ড মূল্য পেয়েছিলেন মিচেল স্টার্ক, ২৪.৭৫ কোটি রুপিতে তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। দলকে শিরোপা জিতিয়েও অবশ্য মন ভরাতে পারেননি, চলতি আসরে তাই স্টার্কের জায়গা হয়েছে দিল্লি ক্যাপিটালসে। সেজন্য দিল্লিকে গুণতে হয়েছে ১১.৭৫ কোটি রুপি।