আইপিএলে তিন ছক্কায় খাতা খুলেছেন যারা

চার ছক্কার ডামাডোলের চূড়ান্ত মঞ্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বাইশগজে রীতিমতো তান্ডব চালান ব্যাটাররা। তবে তাই বলে ক্রিজে নেমেই প্রথম তিন বলে টানা তিন ছক্কা! খুবই বিরল এই এলিট লিস্টে আছে সব বাঘা-বাঘা নাম। আইপিএল ইতিহাসে এমন রেকর্ড আছে কাদের? খেলা-৭১ খুঁজে বের করেছে সেই ছক্কার মেশিনদের। চলুন জেনে নেওয়া যাক কারা সেই মহারথীরা।

চার ছক্কার ডামাডোলের চূড়ান্ত মঞ্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বাইশগজে রীতিমতো তান্ডব চালান ব্যাটাররা। তবে তাই বলে ক্রিজে নেমেই প্রথম তিন বলে টানা তিন ছক্কা! খুবই বিরল এই এলিট লিস্টে আছে সব বাঘা-বাঘা নাম।

আইপিএল ইতিহাসে এমন রেকর্ড আছে কাদের? খেলা ৭১ খুঁজে বের করেছে সেই ছক্কার মেশিনদের। চলুন জেনে নেওয়া যাক কারা সেই মহারথীরা।

  • প্যাট কামিন্স

সম্প্রতিই এই তালিকায় নাম লিখেছেন প্যাট কামিন্স। সানরাইজার্স হায়দ্রাবাদের অজি তারকা এমন কান্ড ঘটিয়েছেন লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। শার্দুল ঠাকুরের দুইটা বলে হাঁকান ওভার পয়েন্ট আর সাইড স্ক্রিনের উপর দিয়ে বিশাল ছক্কা। পরের ওভারের প্রথম বলেই এবার আভেশ খানের বল সীমানার উপর উড়িয়ে মারেন ডাউন দ্য গ্রাউন্ডে। চর্তুথ বলে ক্যাচ আউটের আগে এমন তান্ডব চালিয়ে যান ৪ বলে ১৮ রানের তান্ডব চালিয়ে যান তিনি।

  • সুনীল নারাইন

শারজাহর ছোট মাঠ, এলিমিনেটর ম্যাচে চাপ তখন তুঙ্গে। এমন সময় পাঁচ নম্বরে নামলেন সুনীল নারাইন। গেম চেঞ্জার এই ক্যারিবিয়ান যেন এসেই বললেন, ‘এই কাজটা আমার।’ ড্যান ক্রিশ্চিয়ানের এক ওভারে টানা তিনটি ছয় হাঁকালেন নারাইন।

প্রথমে শর্ট বল, টেনে মারলেন ফাইন লেগের উপর দিয়ে। পরের বল ফুলার লেন্থে পড়তেই মিডউইকেটের উপর দিয়ে স্লগ। এরপর তৃতীয় বল বাইরের দিকে, সুযোগ বুঝে এক হাতে তুলে মারলেন লং-অফের উপর দিয়ে ছয়। আর সেই ইনিংসেই শেষ হয়ে গেল বিরাট কোহলির আইপিএল অধিনায়কত্ব অধ্যায়ের।

  • নিকোলাস পুরান 

ক্রিজে যখন নামলেন, তখন ২৭ বলে দরকার ৫৬ রান। নিকোলাস পুরান করলেন তার স্বভাবজাত ব্যাটিং।  প্রথম বলেই স্লগ সুইপে সোজা ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছয়! পরের বলটা ফুল লেংথ, এবার ব্যাটের ফুল পাওয়ারে বল গেল সোজা বোলারের মাথার উপর দিয়ে। তৃতীয় বল, আবার ফুল, এবার হাঁটু গেঁড়ে নেমেই তুলে মারলেন মিডউইকেটের বাইরে। ম্যাচের মোড়ও ঘুরে গেছে সেখানেই।

  • মহেন্দ্র সিং ধোনি

ইনিংসের মাত্র ৪ বল বাকি থাকতে মাঠে নামলেন মহেন্দ্র সিং ধোনি। মুম্বাইয়ের হোম গ্রাউন্ড কিন্তু গ্যালারি ধোনি ধোনি রব। দর্শকদের নিরাশ করেননি তিনি। হার্দিক পান্ডিয়ার প্রথম বলটাই লেন্থে, ধোনি মারলেন লং-অফের উপর দিয়ে ছয়। পরের বল লং-অন দিয়ে আবারও ছক্কা। তৃতীয় বলে ফুলটস, ফ্লিক করে উড়িয়ে দিলেন ডিপ স্কোয়ার লেগে। চার বলে অপরাজিত ২০ রান, আর ঠিক সেই ব্যবধানে ম্যাচ জিতল চেন্নাই সুপার কিংস।

Share via
Copy link