পাতিদারের অধিনায়কত্ব ইস্যুতে উত্তপ্ত কোহলি!

নিশিথরাত্রির মতোই নি:শব্দে নেমে এসেছিল হতাশা। আর সেই হতাশা যদি কোহলিকে ঘিরে ধরে, তাহলে তিনি কি আর চুপ থাকবেন!

নিশিথরাত্রির মতোই নি:শব্দে নেমে এসেছিল হতাশা। আর সেই হতাশা যদি কোহলিকে ঘিরে ধরে, তাহলে তিনি কি আর চুপ থাকবেন!

রজত পাতিদারের অধিনায়কত্ব নিয়ে মাঠেই ক্ষোভ প্রকাশ করেছেন কোহলি। আর সেটা ধরা পড়েছে টেলিভিশন ক্যামেরায়।১৫তম ওভারে জশ হ্যাজেলউড বোলিংয়ে এসে ২২ রান দিলেন, লোকেশ রাহুল তখন বাইশ গজের তুফান।

কোহলি হতাশায় মুষড়ে যাচ্ছেন। তখনই বাউন্ডারির ধারে ব্যাটিং কোচ দিনেশ কার্তিকের সঙ্গে উত্তপ্ত আলাপচারিতা। ইশারায় বোঝাচ্ছিলেন, ফিল্ডিং কোথায় কীভাবে থাকা উচিত ছিল, কোথায় বল পড়েছে, কীভাবে বোলিং পরিকল্পনা ভেস্তে গেছে। কাঠগড়ায় তখন পাতিদার।

এই দৃশ্য দেখে ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেই ফেললেন, “দেখুন, কোহলি দিনেশ কার্তিকের সঙ্গে কথা বলছেন। কিন্তু এই কথা তো সরাসরি অধিনায়ক রজত পাতিদারকেই বলা উচিত ছিল। তিনিই এখন দলের নেতা।’

বীরেন্দ্র শেবাগও চুপ থাকেননি, ‘যে ওভারটিতে ২২ রান উঠল, কোহলি সম্ভবত সেটাই নিয়ে কথা বলছেন। ৫৮ রানে চার উইকেট হারায় দিল্লী ক্যাপিটালস। এরপরই নায়ক বনে যান লোকেশ রাহুল।

অসাধারণ ৯৩ রানে অপরাজিত থেকে ম্যাচ ছিনিয়ে নেন। কে জানে, কোহলির সাথে শলাপরামর্শ করে সিদ্ধান্ত নিলে হয়তো দিল্লীকে আটকাতে পারতেন পাতিদার!

Share via
Copy link