আজন্ম ফ্লপ, তবুও আইপিএল পারিশ্রমিকে ম্যাক্সওয়েল অন টপ

কিন্তু তাই বলে আইপিএলে পরীক্ষিত একজন ব্যর্থ ক্রিকেটারকে এত কদর করার কারণ কি?

নামের ভারে দাম বাড়ে। সেই নামের ভারেই ফ্লপ গ্লেন ম্যাক্সওয়েল লাগাতার খেলে যাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। আইপিএলে গেল মৌসুম থেকে এই মৌসুম, ১৬ খানা ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। রান নিয়েছেন সর্বসাকুল্যে ৯৩ রান। ৪ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছেন পাঞ্জাব কিংস। পুরো অর্থ খরচই যে অনর্থক। অন্যকোন খেলোয়াড়ের এমন একটা মৌসুম কাটলে, তাকে নিক্ষেপ করা হতো অন্ধকারের আস্তাকুঁড়ে।

আইপিএল ইতিহাসে সর্বপ্রথম মিলিয়ন ডলার খেলোয়াড় ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। মুম্বাই ইন্ডিয়ান্স মিলিয়ন ডলারে তাকে দলে নিয়েছিল ২০১৩ আসরে। সেই আসরে তিন ম্যাচে ৩৬ রান নিতে পেরেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। অবাক হওয়ার কিছু নেই, তিনি বরাবরই এমন পারফরম করে আসছেন। আইপিএলের বক্স অফিসে বরাবরই ডিজাস্টার উপহার দিয়েছেন ম্যাক্সওয়েল।

মাঝে হাতে গোনা দুই একটা মৌসুমে দ্যুতি ছড়িয়েছিলেন তিনি। ৪০০ রান করতে পেরেছিলেন মাত্র তিনটি মৌসুমে। সেই ২০১২ সাল থেকে আইপিএল খেলছেন অজি এই তারকা। আইপিএলে তার পারফরমেন্স দেখে অবশ্য তাকে মনে হবে অরগ্যামি তারকা। তবুও প্রতিটা মৌসুমে কাড়িকাড়ি অর্থ বাগিয়ে নেন গ্লেন ম্যাক্সওয়েল।

প্রশ্নটা আসতেই পারে কিসের ভিত্তিতে? গেল আসরে তিনি ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে। সেই দলের হয়ে দশ ম্যাচ খেলেছেন তিনি। নয় ইনিংসে তার সর্বমোট সংগ্রহ স্রেফ ৫২ রান। গড় ৫.৭৭। এমন একজন ব্যাটারের পেছনে পাঞ্জাবের বড় অংকের অর্থ খরচ দেখলে সে কথাই যেন সত্যি মনে হয়, আইপিএল এক জুয়ার আসর।

এখানে ফ্রাঞ্চাইজিগুলোও হাজার খানেক ক্যামেরা আর কোটি কোটি চোখের সামনেই জুয়া খেলে। একজন ব্যাটারের আইপিএল গড় ২৪.১৮। ১৪০ ম্যাচ খেলে ২৮০৫ রান নিতে পেরেছেন তিনি। এমন একজন খেলোয়াড়কে কাড়াকাড়ি করে বিপুল অর্থের বিনিময়ে দলে নেওয়ার পেছনে অন্য কোন যুক্তি দাঁড় করাবার তো কোন উপায় নেই।

অস্ট্রেলিয়ার জার্সি গায়ে অবিশ্বাস্য সব কাণ্ড ঘটিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, সেটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু তাই বলে আইপিএলে পরীক্ষিত একজন ব্যর্থ ক্রিকেটারকে এত কদর করার কারণ কি? এই প্রশ্নের সহজ উত্তর হতে পারে, অজি দাপটের অন্ধভক্তি।

Share via
Copy link