মিশেল স্টার্ককে ভুলেননি জয়সওয়াল

সেই ওভারে বাউন্ডারির সংখ্যা বাড়তেও পারত, কিন্তু স্রেফ মিস টাইমিংয়ের জন্য একটা ডাবল আর একটা সিঙ্গেল হয়। না, স্টার্ককে এত সহজে ছেড়ে দেবেন না জয়সওয়াল।

ছোট্ট একটা নাটক –  আর যশস্বী জয়সওয়াল ছিলেন সেই নাট্যমঞ্চের একমাত্র অভিনেতা। অবশ্য, মিশেল স্টার্কও ছিলেন – তিনি সহ-অভিনেতার ভূমিকা পালন করেছেন। দিল্লীর মাঠে যেন ফিরে এল বোর্ডার-গাভাস্কার ট্রফির সেই স্মৃতি।

রাজস্থানের ওপেনার জয়সওয়ালের চোখে এদিন মিশেল স্টার্ক ছিলেন যেন শুধুই অস্ট্রেলিয়ান, দিল্লীর নন। স্টার্কের করা দ্বিতীয় ওভারে একাই তুললেন ১৭ রান। পরপর তিন বলে হাঁকালেন দু’টি চার আর একটি ছক্কা। প্রতিটা বলেই তিনি বড় শট খেলবেন – এই প্রতিজ্ঞা নিয়েই যেন মাঠে নেমেছিলেন।

বোর্ডার-গাভাস্কার ট্রফি গেল ডিসেম্বরেই সরগরম ছিল এই ‍দু’জনের দ্বৈরথে। পার্থে ব্যাটিং করার সময় স্টার্ককে জয়সওয়াল বলে বসেছিলেন, ‘ইউ আর টু স্লো!’ স্টার্ক সেবার হেসে উড়িয়ে দিয়ে বলেছিলেন, ‘আমি কিন্তু সব কিছুই মনে রাখি।’ মনে রেখেছিলেন স্টার্ক। অ্যাডিলেডে প্রথম বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন জয়সওয়ালকে।

সেই সিরিজে জয়সওয়াল অবশ্য কম রান করেননি। ৪৩.৪৪ গড়ে করেন ৩৯১ রান। ভারতীয়দের মধ্যে সেটাই ছিল সর্বোচ্চ রান।  চতুর্থ টেস্ট ছিল মেলবোর্নে। এর আগেই পাঁচবার জয়সওয়ালকে আউট করেন স্টার্ক। তাই তো, স্টার্ককে মোকাবেলা করার জন্য আলাদা করে প্রস্তুতিও নেন জয়সওয়াল।

তবে, আইপিএলে তাঁর ব্যাটের ভাষা শুধুই আক্রমণ। দিল্লীর অরুন জেটলি স্টেডিয়ামে স্টার্ক যেন নিজের মতো করে জয়সওয়ালের পরীক্ষা নিতে চাইলেন। আর প্রতিটা পরীক্ষার উত্তর জয়সওয়াল দিলেন আয়নার মতো পরিষ্কার করেই।

সেই ওভারে বাউন্ডারির সংখ্যা বাড়তেও পারত, কিন্তু স্রেফ মিস টাইমিংয়ের জন্য একটা ডাবল আর একটা সিঙ্গেল হয়। না, স্টার্ককে এত সহজে ছেড়ে দেবেন না জয়সওয়াল।

Share via
Copy link