টেস্টে তাইজুল মিনি অলরাউন্ডার!

দলের ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার কারণে তাইজুলকেই টিকে থাকার দায়িত্ব নিতে হয়েছে। বহুবার তাইজুলের কল্যাণে লজ্জাজনক পরিস্থিতি এড়িয়েছে বাংলাদেশ দল। 

তাইজুল ইসলামের দায়িত্ব এখন শুধু বোলিং নয়, ব্যাটিংও। বাংলাদেশের ভঙ্গুর ব্যাটিং লাইনআপে তাইজুল গেল বছর রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সাদা পোশাক গায়ে তিনি দলের ইনিংস দীর্ঘায়িত করেছেন বাইশ গজে। লেজের দিকের ব্যাটারদের কাছ থেকে ততটুকুই থাকে প্রত্যাশিত। সেই প্রত্যাশা পূরণের দায়িত্বভার নিজ কাঁধে নিয়ে নিয়েছেন তাইজুল ইসলাম।

নতুন বছরে নতুন এক টেস্ট সিরিজে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। বদলে যাওয়া এক বাংলাদেশকে দেখা যাবে সাদা পোশাকে- সেই ব্রতই শোনালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাটারদের বেহাল দশার পরিবর্তন আদোতে হবে কি-না সেটা অবশ্য জানা যাবে সময় গড়ালেই।

তবে সবধরণের বৈরী পরিস্থিতির জন্যে তো প্রস্তুত থাকা চাই। তাইজুল ইসলাম তাই ম্যাচের আগের দিন সেরে নিয়েছেন নিজের ব্যাটিং অনুশীলন। তাকেও যে ব্যাট হাতে রাখতে হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাইজুলের মূল কাজ বল হাতে হলেও, গেল বছর সাত টেস্টের ১৪ ইনিংসেই বাইশ গজে তার সামলাতে হয়েছে প্রতিপক্ষ বোলারদের।

কাজটা মোটেও সহজ নয়। তবুও প্রায় ৮২০ মিনিট তিনি মাটি কামড়ে পড়েছিলেন বাইশ গজে। ৫৪০টি বল মোকাবেলা করে প্রতিবারই আউট হয়েছেন। টিকে থাকা তো আর তার কাজ নয়। তারপরও শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৭ মিনিট টিকে থেকে ৮০ বলে ৪৭ রানের ইনিংস খেলেছিলেন তাইজুল।

এরপর আবার দক্ষিণ আফ্রিকার বোলারদের রুদ্রমূর্তি সামলেছেন ১২৯ মিনিট। সেবার ৯৫টি বল মোকাবেলা করে ৩০ রান নিতে সক্ষম হয়েছিলেন বা-হাতি এই স্পিনার। এরপর কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩০ মিনিট টিকে থেকে করেছিলেন ৬৬ বলে ১৬।

একজন টেল এন্ডার ব্যাটার হয়েও এই দীর্ঘ সময় টিকে থাকা এবং পঞ্চাশের উপরে বল খেলা চাট্টিখানি কথা নয়। কিন্তু দলের ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার কারণে তাইজুলকেই টিকে থাকার দায়িত্ব নিতে হয়েছে। বহুবার তাইজুলের কল্যাণে লজ্জাজনক পরিস্থিতি এড়িয়েছে বাংলাদেশ দল।

নতুন টেস্ট যাত্রায় তেমনটি তাকে করতে হবে না- সে প্রত্যাশা অন্তত তাইজুল নিজেও করছেন। অন্তত জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটারদের কাছে দায়িত্বশীল ও সময়োপযোগী পারফরমেন্সই প্রত্যাশা সকলের। এখন দেখবার বিষয়, আদোতে দিন বদলে স্লোগান কোন বদল নিয়ে আসে কি-না।

Share via
Copy link