ক্যাপ দিয়ে বল ধরেও বেঁচে গেলেন সুয়াশ শর্মা

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। ম্যাচে এক সময়ে দেখা যায়, বেঙ্গালুরুর স্পিনার সুয়াশ শর্মা ফিল্ডিংয়ের সময় তার ক্যাপ দিয়ে বল তুলছেন। কিন্তু এই কাজটি আইন অনুযায়ী অবৈধ। অথচ, আরসিবিকে পাঁচ রান পেনাল্টি দেওয়া হয়নি। আর তাতেই শুরু হয় প্রশ্ন—কেন নিয়ম অনুযায়ী শাস্তি হলো না?

কখনো কখনো ছোট ঘটনা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, কখনো সেই ছোট ঘটনাই আবার তৈরি করে বিতর্ক। এবার সেই বিতর্কিত এক কাণ্ড দেখা আইপিএলে।

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ম্যাচ। ম্যাচে এক সময়ে দেখা যায়, ব্যাঙ্গালুরুর স্পিনার সুয়াশ শর্মা ফিল্ডিংয়ের সময় তার ক্যাপ দিয়ে বল তুলছেন। কিন্তু এই কাজটি আইন অনুযায়ী অবৈধ। অথচ, আরসিবিকে পাঁচ রান পেনাল্টি দেওয়া হয়নি। আর তাতেই শুরু হয় প্রশ্ন — কেন নিয়ম অনুযায়ী শাস্তি হলো না?

ঘটনাটি ঘটে নবম ওভারের শেষে। রাজস্থানের ব্যাটাররা তখন ব্যাট করছিলেন টার্গেট তাড়া করতে গিয়ে। ওভারের বল শেষ হয়ে যাওয়ার পর, একটি থ্রো যখন থার্ডম্যান অঞ্চলে যায়, তখন সেখানে দাঁড়িয়ে থাকা সুয়াশ শর্মা তার মাথার ক্যাপ দিয়ে বল কুড়িয়ে নেন।

আইপিএলের অফিসিয়াল প্লেয়িং কন্ডিশনের রুলস অনুযায়ী, যদি কোনো ফিল্ডার তার পোশাক বা পরিধানযোগ্য জিনিস ব্যবহার করে বল ধরেন, তাহলে সেটিকে ইলিগ্যাল ফিল্ডিং হিসেবে ধরা হয়। এবং সঙ্গে সঙ্গে বল ডেড ঘোষণা করে, বোলিং দলকে পাঁচ রান জরিমানা দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে কেন আরসিবির উপর নিয়মটি প্রয়োগ হলো না?

বলটি সুয়াশের হাতে আসার আগেই অন-ফিল্ড আম্পায়ার ‘ওভার’ ঘোষণা করেছিলেন। অর্থাৎ, বলটি তখনই ডেড ছিল। ফলে, এই সময়কালের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য বোলিং দলকে আর পেনাল্টি দেওয়া যায় না।

এই ব্যাখ্যাই দিয়েছেন টিভি আম্পায়ার এবং ম্যাচ রেফারি। যদিও নিয়ম অনুযায়ী ঘটনা অবৈধ ছিল, তবে যেহেতু ওভার শেষ হয়েছিল এবং বল ডেড ছিল, এই জন্যই আরসিবি বেঁচে যায় জরিমানার হাত থেকে।

এই ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে জোর আলোচনা। অনেকেই বলছেন, নিয়ম এক হলেও প্রয়োগে যেন এক নয়। কেউ কেউ এটাকে আইপিএলের ‘ফেভারিটিজম’ – এর উদাহরণ বলতেও ছাড়ছেন না।

তবে বিতর্ক হোক বা সমালোচনা — সব ছাপিয়ে ম্যাচটি জিতে নেয় আরসিবি। এই জয়ে তারা তাদের প্রথম ঘরের মাঠে জয় পায় এই আসরে, সেই সঙ্গে উঠে আসে পয়েন্ট টেবিলের তিন নম্বরে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link