এক সিঙ্গেলে রুদ্ধশ্বাস নাটক

তাইজুল ইসলামের বলটি স্কয়ার লেগে ঠেলে দিয়ে দ্রুত এক রান নিতে চাইলেন শন উইলিয়ামস। সঙ্গী নিক ওয়েলশের ডাকে সাড়া দিয়ে দৌড় শুরু করলেও উইলিয়ামসের পা পিছলে যায়, তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। দ্বিতীয়বার উঠে আবার দৌড় শুরু করেন, কিন্তু আবারও পিছলে গিয়ে পড়ে যান।

দিনটা আর যাই হোক সাদমান ইসলামের না। আর তাঁর দূর্ভাগ্য যেন ছুঁয়ে গেল জাকের আলীকেও। দু’জনের সম্মিলিত প্রচেষ্টায় রান আউট মিস করলেন। স্ট্রাইকিং এন্ডে বল যেখানে পাঠানোরই কথা না, সাদমান সেই কাজই করলেন – যিনি প্রথম সেশনে একটা ক্যাচ মিস করেছেন।

জাকের আলীও জানতেন, তাঁর কাছে বল আসলেও সেটা পাঠাতে হবে নন-স্ট্রাইকার এন্ডে। ফলে, এর আগে তাঁকে গ্লাভস খুলতে হবে। জানা সেই কাজটা করলেন না, ফলে থ্রো-টা জোড়ালো হল না। জিম্বাবুয়ের শন উইলিয়ামস রান নিতে গিয়ে পড়ে গেলেন, উছে দাঁড়িয়ে আবারও দৌঁড় শুরু করে রান নেওয়া শেষ করলেন। তারপরও তাঁকে রান আউটের ফাঁদে ফেলা গেল না।  এক টুকরো রুদ্ধশ্বাস নাটক হয়ে গেল চট্টগ্রামের মাঠে।

তাইজুল ইসলামের বলটি স্কয়ার লেগে ঠেলে দিয়ে দ্রুত এক রান নিতে চাইলেন শন উইলিয়ামস। সঙ্গী নিক ওয়েলশের ডাকে সাড়া দিয়ে দৌড় শুরু করলেও উইলিয়ামসের পা পিছলে যায়, তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। দ্বিতীয়বার উঠে আবার দৌড় শুরু করেন, কিন্তু আবারও পিছলে গিয়ে পড়ে যান।

শেষমেশ, প্রাণপণ ডাইভ দিয়ে ক্রিজে পৌঁছাতে সক্ষম হন। এর মধ্যে রান আউট করার জন্য বড় একটা সময় পায় বাংলাদেশ দল। কিন্তু, ব্যর্থ হয়। প্রথমে স্ট্রাইকার এন্ডে বল পাঠান সাদমান ইসলাম। এরপর সেখান থেকে উইকেটরক্ষক জাকের আলীর দূর্বল থ্রো যায় তাইজুল ইসলামের হাতে। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ক্ষুব্ধ তাইজুল উত্তাপ ছড়ালেও তাতে কোনো লাভ হয় না।

উইলিয়ামস বাঁ-হাতে আঘাত পান, ফিজিও মাঠে এসে তাকে চিকিৎসা প্রদান করেন। ব্যাথা নিয়েও জিম্বাবুয়ের এই বর্ষিয়ান ব্যাটারই বিজয়ীর হাসি হাসেন।

Share via
Copy link