মিড সিজন ট্রান্সফার যদি আইপিএলে থাকত…

কেমন হতো যদি আইপিএলেও মৌসুমের মাঝখানে দলবদলের ব্যবস্থা থাকত? নাকি বিকল্প কোন পন্থা অবলম্বন করা যেতে পারে? 

কেমন হতো যদি আইপিএলেও মৌসুমের মাঝখানে দলবদলের ব্যবস্থা থাকত? আদোতে এমন সিস্টেম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাথে যুতসই কি-না সে প্রশ্নও তোলা যায়। নাকি বিকল্প কোন পন্থা অবলম্বন করা যেতে পারে?

ফ্রাঞ্চাইজি ক্রিকেটের আলাদা একটা স্ট্যান্ডার্ড সেট করেছে আইপিএল। জমকালো নিলাম যেন টুর্নামেন্টটির পোস্টার হিসেবে কাজ করে। খেলোয়াড়দের উচ্চ পারিশ্রমিক পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। তবে এর মাঝেও দলগুলোর আর্থিক শক্তির ভারসাম্যও বজায় রেখেছে।

মিড সিজন দলবদলের প্রধান প্রতিবন্ধকতা হতে পারে বাজেট ইস্যু। তাছাড়া এমন উত্তেজনাপূর্ণ নিলামকে বাদ দেওয়া বড্ড কঠিন। সুতরাং এই নিলাম পদ্ধতির সাথে সাংঘর্ষিক কোন নিয়ম পরিচয় করিয়ে দেওয়া হতে পারে হিতে-বিপরীত।

তাছাড়া ফুটবলের দলবদল পদ্ধতি আইপিএলের জন্যে ফলপ্রসূ হবে না। কেননা ক্রিকেট দলের রসায়ন ও টিম বন্ডিং বেশ গুরুত্বপূর্ণ। হুট করে এক বা একাধিক খেলোয়াড়ের অন্তর্ভুক্তি দলের ভারসাম্য নষ্ট করতে পারে। তাছাড়া আইপিএলের ব্যপ্তি অল্প সময়ের। মোটে দুই মাস। অথচ ফুটবলের একটি মৌসুম চলে প্রায় ১০-১১ মাস ধরে।

এই স্বল্প সময়ের মধ্যে খেলোয়াড়দের দল বদল করা, গোটা টুর্নামেন্টের ভারসাম্যই বিনষ্ট করতে পারে। তবে মৌসুমের মাঝে খেলোয়াড় বদল প্রয়োজন। কেননা ইনজুরির কারণে খেলোয়াড়দের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ঘটনাও তো কম ঘটেনা।

তখন তো কোন না কোন খেলোয়াড়কে ঠিকই দলে ভেড়াচ্ছে দলগুলো। এক্ষেত্রে মৌসুমের মাঝপথে অন্তত দু’জন খেলোয়াড় বদলের সুযোগ দেওয়া যেতে পারে। এমনকি বাদ পড়ে যাওয়া দলের খেলোয়াড়দেরকে প্লে-অফে খেলার সুযোগও তৈরি করে দিতে পারে। সেক্ষেত্রে দল খারাপ করলেও খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরমেন্সের ঝলক দেখানোর তাগিদ বাড়বে।

তাতে অবশ্য দিনশেষে দেখা যাবে দলগুলোর মধ্যেও প্রতিযোগিতা বেড়ে যাবে কয়েকগুণ। আইপিএলের নিলামের বহুল প্রচলিত নিয়মকে অক্ষুন্ন রেখে, মৌসুমের মাঝে দু’জন খেলোয়াড়ের দলবদল নিয়ম চালু করাই হতে পারে যুক্তিযুক্ত ও সামঞ্জস্যপূর্ণ। তাতে করে যেমন ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের বিকল্প সহজে পাওয়া যাবে, তেমননি দলের চাহিদা অনুযায়ী খেলোয়াড়দের দলে ভেড়ানোর সুযোগ পাওয়া যাবে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link