দিশাহীন সময় কাটাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। কোচবিহীন টালমাটাল অবস্থার সাথে দলের পারফরম্যান্সটাও নেমেছে শূন্যের কোটায়। তবে এবার প্রধান কোচ খুঁজে পাওয়ার সিদ্ধান্ত অনেকটা চূড়ান্ত পর্যায়ে। পরবর্তী কোচিং প্যানেলে কারা আসছেন, কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী হেড কোচ?
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র মতে, ছয়জন প্রার্থীর মধ্যে সবচেয়ে জোরালো দুজনের নাম– বর্তমান সহকারী কোচ আজহার মাহমুদ এবং নিউজিল্যান্ডের সাবেক হেড কোচ মাইক হেসন।
নতুন কোচ বাছাইয়ের জন্য চার সদস্যের কমিটি গঠন করেছে পিসিবি। এই কমিটিতে রয়েছেন চিফ অপারেটিং অফিসার সুমাইর আহমেদ সৈয়দ, বোর্ড কর্মকর্তা বিলাল আফজাল, নির্বাচক আজহার আলি এবং সাবেক অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ। তাঁরা প্রার্থীদের যাচাই করে সুপারিশ পাঠাবেন বোর্ড চেয়ারম্যান মোহসিন নাকভির কাছে।
ছয়জন সংক্ষিপ্ত তালিকাভুক্ত কোচের মধ্যে চারজন বিদেশি। মাইক হেসন তাদের মধ্যে অন্যতম। আর স্থানীয় দুই প্রার্থীর মধ্যে আছেন আজহার মাহমুদ, যিনি বর্তমানে দলের সহকারী কোচ হিসেবে কাজ করছেন।
গত এক বছরে পাকিস্তানের কোচিং প্যানেলে এসেছে বড় পরিবর্তন। এপ্রিলে নিয়োগ পাওয়া রেড-বল কোচ জেসন গিলেস্পি ডিসেম্বরেই দায়িত্ব ছেড়ে দেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগে তিনি পদত্যাগ করেন খারাপ পারফরম্যান্স ও অভ্যন্তরীণ মতবিরোধের কারণে।
তার আগে, মাত্র ছয় মাস দায়িত্ব পালন করে সরে দাঁড়ান হোয়াইট-বল কোচ গ্যারি কারস্টেন। বোর্ডের কাজের ধরণ ও দলের ড্রেসিংরুম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেননি তিনি।
এই দুইজনের বিদায়ের পর দায়িত্ব পান আকিব জাভেদ। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিউজিল্যান্ড সফরেও যান তিনি। দলটির ব্যর্থতায় নতুন মেয়াদ আর পাওয়া হয়নি তাঁর। পরবর্তী কোচ হিসেবে কে আসছেন তা নিয়ে পিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে মে মাসের মধ্যেই নতুন হেড কোচের নাম জানিয়ে দেবে পিসিবি।
বর্তমানে পাকিস্তানের ক্রিকেট অনেকটা ভগ্নদশার মধ্যে দিয়ে যাচ্ছে। প্লেয়ার থেকে শুরু করে দলের পারফরম্যান্স কোনো কিছুই নেই চেনা ছন্দে। নতুন কোচিং প্যানেলের হাত ধরে তারা ফিরে পাবে কি হারানো জৌলুস?