ব্রাজিল মানেই ফুটবল। ফুটবল মানেই ব্রাজিল। ব্রাজিলিয়ান ফুটবলের সেই পাঠশালায় প্রথমবারের মত দায়িত্বে এক বিদেশি। যা রটেছিল গত কয়েকটা বছর ধরে, সেটাই ঘটল – প্রথমবারের মত ভিনদেশি একজনের হাতে জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে দিল ব্রাজিল।
আর সেই মানুষটা হলেন কার্লো আনচেলত্তি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওরা সব কিছু ঠিকঠাক থাকলে এই ইতালিয়ানের অধীনেই খেলবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। অভিনব এই সিদ্ধান্তে দুই যুগ পর আবারও বিশ্বকাপ হাতে তুলতে পারবে কি ব্রাজিল? উত্তর জানতে সময়ের অপেক্ষা করতে হবে।
তাঁর ঝুলিতে আছে ইউরোপের প্রায় প্রতিটি মর্যাদার ট্রফি। চ্যাম্পিয়ন্স লিগের চার চারটি শিরোপা। ক্লাব কোচিং সাম্রাজের অবধারিত রাজা এখন পা রাখছেন আন্তর্জাতিক মঞ্চে— ফুটবল পাগল এক জাতির সবচেয়ে পবিত্র জায়গায়!

আনচেলত্তির আগমন যেন এক নি:শব্দ ভূমিকম্প। ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান মাস্টারমাইন্ড রিয়াল মাদ্রিদের সিংহাসন ছেড়ে এবার পাড়ি জমাচ্ছেন মারাকানার বুকে।
গত মৌসুমে রিয়ালকে জিতিয়েছেন লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন। আর এবার, সেই জয়ের মন্ত্র নিয়েই আসছেন পেলের দেশে। যে দেশে কোচ মানেই জাতির অভিভাবক, সেখানেই ইতিহাসে প্রথমবার পায়ের ছাপ রাখতে চলেছেন এক ভিনদেশি। জাবি আলোনসোকে আগামী মৌসুমের জন্য দায়িত্ব দিয়েছে রিয়াল। আর এই ঘোষণা আসা মাত্রই আনচেলত্তিকে পেতে দ্বিতীয়বার ভাবেনি ব্রাজিল ফুটবল কনফেডারেশন্স (সিবিএফ)।
ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয়ের বছর ২০০২। রোনালদো, রিভালদো, রোনালদিনিয়োদের সেই জাদুকরী রাতের পর কেটে গেছে ২৪টি বছর। বদলে গেছে অনেক কিছু। বদলেছে প্রজন্ম। বদলেছে দর্শকের চাওয়া।
কিন্তু বদলায়নি একটিই প্রশ্ন— কবে আসবে ষষ্ঠ তারকা?

ব্রাজিল তাই এবার ভেঙে ফেলেছে নিজের তৈরি করা দেয়াল। নিজেদের অহংকার সরিয়ে রেখে আহ্বান জানিয়েছে এক ইউরোপিয়ান কৌশলবিদকে। এবার আনচেলত্তি জাদুতে ঘোচাতে চায় বিশ্বকাপ খরা।
এটা শুধু একজন কোচের আগমন নয়। এটা এক যুগের শুরু। এক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এটা এক সাংস্কৃতিক বিপ্লব। যেখানে ব্রাজিল বলছে— জেতাটাই আসল, সেটার পথ যতই অপরিচিত হোক না কেন। আর জিততে আনচেলত্তির চেয়ে ভাল আর কেই বা পারেন। যেমনটা জিতে এসেছেন মিলান, চেলসি, পিএসজি, বায়ার্ন আর রিয়াল মাদ্রিদের হয়ে।
ইতালিয়ান ছোঁয়ায় কি আবারও পাঁচ তারকা থেকে ছয় তারা হবে ব্রাজিল? নাকি শিরোপার মরুভূমিতে এবারও ঝরে পড়বে হতাশার বৃষ্টি? সময়ই দেবে উত্তর।











