আইপিএলে সংকটে সাকিব সমাধান

কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপাও জিতেছেন সাকিব আল হাসান। আইপিএলের মঞ্চে শিকার করা ৬৩ উইকেট ও ৭৯৩ রান কোনভাবেই মিথ্যে হয়ে যায় না।

আইপিএলে দেখা দিয়েছে বিদেশি খেলোয়াড় সংকট। এই সংকটের একটা সমাধান হতে পারেন সাকিব আল হাসান। সাম্প্রতিক সংহাতপূর্ণ পরিস্থিতি দারুণভাবে বিপর্যস্ত করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে। মাঝপথে থামাতে হয়েছে টুর্নামেন্ট। নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা পুনঃরায় আসতে চাইছেন না। অন্যসব দেশের ক্রিকেট বোর্ড তাদের দেশের খেলোয়াড়দের জাতীয় দলের সাথে যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছে।

এমন পরিস্থিতিতে প্রায় প্রতিটা দলেই বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা নিয়ে সংকট দেখা দিয়েছে। তাইতো সাকিব আল হাসানকে চাইলেই যেকোন দল অন্তর্ভুক্ত করতে পারে নিজেদের ডেরায়। যদিও সাকিব বেশ লম্বা সময় ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই।

তাছাড়া তার বোলিং অ্যাকশনও হয়েছিল নিষিদ্ধ। সেসব কাটিয়ে তিনি নিজে থেকেই অনুশীলন চালিয়েছেন। ক্রিকেটকেও বিদায় বলেননি তিনি এখন পর্যন্ত। তাইতো সাকিব হতে পারেন বেশ ভাল বিকল্প। আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

শুধু তাই নয়, কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপাও জিতেছেন সাকিব আল হাসান। বয়স বেড়েছে, ক্যারিয়ার চলে এসেছে পড়ন্ত বিকেলে। কিন্তু তাই বলে আইপিএলের মঞ্চে শিকার করা ৬৩ উইকেট ও ৭৯৩ রান মিথ্যে হয়ে যায় না। তাছাড়া পুরো বিশ্বজুড়েই ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট খেলেছেন তার ক্যারিয়ারে।

এমন অভিজ্ঞ একজন অভিজ্ঞ ক্রিকেটার যেকোন দলের ভারসাম্য রক্ষায় দারুণ ভূমিকা রাখতে পারবেন। তার জাতীয় দলের ডিউটি আপাতত নেই। সুতরাং তিনি যে রীতিমত মুক্ত পাখি। শেষবেলায় প্লে-অফের মঞ্চে নিজের মস্তিষ্কের ব্যবহারে দলের তুরুপের তাস হতে পারবেন।

কিন্তু আদোতে তাকে কোন ফ্রাঞ্চাইজি বিবেচনায় নেবে কি-না, সে নিশ্চয়তা নেই। কিন্তু বিবেচনায় তিনি থাকতে পারেন অনায়াসে। সংকটের মুহূর্তে হাতে থাকা অন্যতম সেরা বিকল্প সাকিব আল হাসান। হ্যাঁ, লাহোর কালান্দার্স তাঁর সাথে যোগাযোগ করেছে, তবে রেসে কোনো ভারতীয় ফ্র্যাঞ্চাইজি চলে আসলে পিএসএলের টিকে থাকার কথা নয়!

Share via
Copy link