আশরাফুল এখনো ফুরিয়ে যাননি

সাউদার্ন প্রিমিয়ার লিগে পোর্টসমাউথ ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন বাংলাদেশের এক সময়ের ব্যাটিং বিস্ময় মোহাম্মদ আশরাফুল। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ব্যাট হাতে তাঁর ধার কমেনি এতটুকু। যার প্রমাণ দিলেন ইংল্যান্ডের লিগ ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে।

মাত্র ১৭ বছর বয়সে বাংলাদেশ ক্রিকেটের বিস্ময়কর প্রতিভা হয়ে আগমন ঘটে মোহাম্মদ আশরাফুলের। দেশের ক্রিকেট যখন ভগ্নস্তূপে দাঁড়িয়ে, তখন আলোর রেখা দেখা দিয়েছিল তাঁর ব্যাটে। সময় গড়িয়েছে, বয়সটাও বেড়েছে, তবুও ব্যাটের সেই পুরোনো তেজ আজও মনে করিয়ে দেয় আশরাফুল যেন আগের মতোই আছে।

সাউদার্ন প্রিমিয়ার লিগে পোর্টসমাউথ ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন বাংলাদেশের এক সময়ের ব্যাটিং বিস্ময় মোহাম্মদ আশরাফুল। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ব্যাট হাতে তাঁর ধার কমেনি এতটুকু। যার প্রমাণ দিলেন ইংল্যান্ডের লিগ ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে।

তাঁর খেলা শেষ দুই ম্যাচে তিনি করেন ৬৯ এবং ১০৯ রান। ট্রেডমার্ক সব শটে মনে করিয়েছেন পুরোনো দিনগুলোকে। দুই ম্যাচেই তাঁর দল জয় নিয়েই মাঠ ছেড়েছে।

টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ন হিসেবে আত্মপ্রকাশের পর থেকে তিনি অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন দেশের ক্রিকেটে। যদিও ক্যারিয়ারের একটা সময়ে নিষেধাজ্ঞার কারণে থমকে যায় তাঁর পথচলা।

তবুও ক্রিকেটকে ভালোবেসে ঘরোয়া পর্যায়ে খেলেছেন, পরবর্তীতে কোচ হিসেবে নিজেকে ক্রিকেটের সঙ্গেই রেখেছেন। সুযোগ পেলে এখনো বাইশ গজে নেমে পড়েন ব্যাট হাতে।

মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের এক অসমাপ্ত অধ্যায়। যেখানে সক্ষমতা কিংবা সম্ভাবনা সবই ছিল। তবে নানা কারণে শেষ করা হয়নি দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জ্বলতম অধ্যায়টা। তাই তো আশরাফুল নামটা দেশের ক্রিকেটে শুধুই একটা আক্ষেপ অথবা না-পাওয়ার গল্প।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link