বিজয়ের ‘পুরনো প্যাটার্নে’ নতুন ব্যর্থতা

এবারের আক্ষেপটা আরও বেশি, কারণ হাফ সেঞ্চুরি থেকে মাত্র দুই রান দূরে দাঁড়িয়ে ছিলেন তিনি। সমস্যাটা ঠিঠক কোথায়? বিজয় নিজেও সম্ভবত জানেন না!

দু:স্বপ্ন যেন পিছুই ছাড়ছে না। আবারও হাফ সেঞ্চুরি বঞ্চিত হলেন এনামুল হক বিজয়। বারবার বাউন্সার আর শর্ট বল দিয়ে যাচ্ছিলেন পেসার জ্যাক ফোকস।  আর সেই ফাঁদেই পা দিলেন বিজয়।

পুল করতে গেলেন, ব্যাটে বলে হল না। টপ এজ। সহজ ক্যাচ চলে গেল উইকেটরক্ষক মিচ হে’র হাতে। খুবই সাদামাটা ডিসমিসাল। ১৩০ রানের উদ্বোধনী ‍জুটি ভাঙল।

তবে, বিজয়ের আক্ষেপটা আরও অনেক বড়। নিজেকে আরেকবার প্রমাণ করতে না পারার আক্ষেপে পুড়লেন তিনি। জাতীয় দলে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচে ৩৯ রানের ইনিংস খেলেন। ভাল সূচনা পেয়েও ইনিংস বড় করতে পারেননি।

ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা পারফরমার সেই সময় থেকে নিয়মিত সুযোগ পেয়ে যাচ্ছেন বাংলাদেশ ‘এ’ দলে। প্রতিটা ম্যাচেই তিনি ভাল শুরু করছেন। কিন্তু ধরে রাখতে পারছেন না।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে অনুষ্ঠিত প্রথম চারদিনের ম্যাচে দু’বারই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন, এবারও তাই হল। তবে, এবারের আক্ষেপটা আরও বেশি, কারণ হাফ সেঞ্চুরি থেকে মাত্র দুই রান দূরে দাঁড়িয়ে ছিলেন তিনি। সমস্যাটা ঠিক কোথায়? বিজয় নিজেও সম্ভবত জানেন না!

Share via
Copy link