দল নির্বাচনে একটি মৌলিক ব্যর্থতার দলিল রচনা করেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ভুল আসছে মৌসুমে করতে চায় না বলিউড বাদশাহ শাহরুখ খানের দল। আগাছা কেটে সামনে এগোতে মরিয়া তাঁরা। বিধ্বস্ত প্রাসাদে দাঁড়িয়ে এখন দল এখন গাইছে দিন বদলের গান।
প্রথমত ভেঙ্কটেশ আইয়ারের ওপর থেকে কলকাতা নাইট রাইডার্সের ভরসা একেবারেই উঠে গেছে। একসময় যে অলরাউন্ডার কেকেআরের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তিনি এবার ব্যাট হাতে ১৪২ রানে থেমে গেছেন।
না আছে ধারাবাহিকতা, না আছে সেই পুরনো ঝলক। আর বল হাতে পুরোপুরি নীরব—একটিও বল করেননি মৌসুম জুড়ে। ফলে, কেকেআরের রিটেইনশনের তালিকায় স্বাভাবিক ভাবেই থাকবে না আইয়ারের নাম।
কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের ঘরানাও প্রশ্নের মুখে। যার শাসনে যে দলের হয়ে ওঠার কথা ছিল ‘দুর্দান্ত ডিসিপ্লিনড ইউনিট’, তার অধীনে ড্রেসিংরুমে গুঞ্জন উঠেছে অসন্তোষের। ফলে, কেকেআরের ভাবনায় তিনি এখন শুধুই ‘রিলিজ ক্যান্ডিডেট’।
শুরুর আগে কেকেআর যেভাবে নিজেদের প্রস্তুত করেছিল, আজিঙ্কা রাহানের নেতৃত্বে সেটা মাঠে নামতেই পারেনি। রাহানে তাই চলে গেছেন আগাছাদের তালিকায়। শিরোপা ধরে রাখার স্বপ্নও এবার দোল খেয়ে হারিয়ে গেছে। মৌসুমের শেষটা বড় রুক্ষ, বড় কঠিন। তাই, কলকাতার ভাবনায় এখন শুধুই পরিবর্তন।
মানে, একটা বিষয় পরিস্কার যে – ভেঙ্কটেশ আইয়ার, আজিঙ্কা রাহানে আর চন্দ্রকান্ত পন্ডিত – এই তিনজনকে আসছে মৌসুমে কেকেআরের সাথে দেখা যাবে না। ফলে নতুন করে দলে নেতৃত্বের ইউনিট খুঁজতে হবে কেকেআরকে।