অভাগা পাঁচ ক্রিকেটারের আক্ষেপ

ভারতীয় স্কোয়াড ঘোষণা মানেই কারো স্বপ্নপূরণ, তো কারো স্বপ্নভঙ্গ। এবারের ঘোষিত টেস্ট স্কোয়াডেও স্বপ্নভঙ্গ হয়েছে অনেকেরই। দলে জায়গা না পাওয়া এমন পাঁচ ক্রিকেটার আছেন, যারা নিজেদের ভাগ্যকেই কেবল দুষতে পারেন।

ভারতীয় স্কোয়াড ঘোষণা মানেই কারো স্বপ্নপূরণ, তো কারো স্বপ্নভঙ্গ। এবারের ঘোষিত টেস্ট স্কোয়াডেও স্বপ্নভঙ্গ হয়েছে অনেকেরই। দলে জায়গা না পাওয়া এমন পাঁচ ক্রিকেটার আছেন, যারা নিজেদের ভাগ্যকেই কেবল দুষতে পারেন।

প্রথমেই আসবে হার্শিত রানার নাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক ম্যাচে চার উইকেট নিয়ে আলোচনায় এসেছিলেন, ঝড় তুলেছিলেন নিজের সুইংয়ে। দ্বিতীয় টেস্টে অবশ্য উইকেটশূন্য ছিলেন। এরপরই আর দেখা যায়নি তাকে। তাই তো প্রশ্ন, পর্যাপ্ত সুযোগ তিনি পেলেন তো?

ভারতীয় দলে মোহাম্মদ সামি অভিজ্ঞ একজন। বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সাথে ভয়ংকর সুইংয়ে বিপক্ষ দলের জন্য তিনি ভীতিকর এক নাম। তবুও চোটের পর ফিট হলেও তাকে স্কোয়াডে রাখা হয়নি। চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত ফর্মে থাকা এই বোলার, টেস্ট স্কোয়াডে হলেন অবহেলিত।

তালিকায় আরও আছেন সারফারাজ খান। ঘরোয়া ক্রিকেটে একের পর এক রান করে সুযোগ আসে জাতীয় দলে। শুরুটা আশা জাগানিয়া হলেও, দুই ম্যাচ খারাপ করায় ছেটে ফেলা হয় তাকে।

শ্রেয়াস আয়ার সাদা বলের ক্রিকেটে কমপ্লিট এক প্যাকেজ। টেস্টেও ভালো শুরু করেছিলেন, কিন্তু ইনজুরি এবং ধারাবাহিকতার অভাবে বাদ পড়েছেন। তবে টেকনিক্যালি যে মাপের ব্যাটসম্যান তিনি, সুযোগটা প্রাপ্য ছিল তাঁর।

সবশেষ নামটা অক্ষর প্যাটেল। ব্যাট কিংবা বল হাতে যেকোনো সময় হতে পারেন কার্যকর একজন। সেই প্রমাণও রেখেছেন অনেকবার। রবীন্দ্র জাদেজার পরবর্তী উত্তরসূরি হিসেবে তাঁকে ধরা হলেও সাদা পোশাকে সুযোগটা খুব বেশি পাওয়া হয়নি তাঁর।

দল ঘোষণা হয় কাগজে-কলমে, কিন্তু কিছু নাম বাদ পড়া আক্ষেপ তৈরি করে। কখনো হয়তো ফিরবেন তারা, পারফর্ম করে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখবেন। তবে সক্ষমতা থাকলেও সুযোগ না মেলায় এই পর্যায়ে এসে তাঁরা নিজেদের হতভাগা বলতেই পারেন।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link