আইপিএল প্লে-অফ: রোহিত বনাম কোহলি দ্বৈরথ

বিরাট কোহলি -রোহিত শর্মা, নামের বিচারে অন্যতম সেরা। দুজনের ব্যাট থেকেই এসেছে অসংখ্য সব রেকর্ডের মাইলফলক। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে-অফ লড়াইয়ে দুই তারকার মধ্যে কে এগিয়ে? ফর্মের বিচারে কোহলি নাকি পরিসংখ্যানের বিচারে রোহিত?

বিরাট কোহলি -রোহিত শর্মা, নামের বিচারে অন্যতম সেরা। দুজনের ব্যাট থেকেই এসেছে অসংখ্য সব রেকর্ডের মাইলফলক। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফ লড়াইয়ে দুই তারকার মধ্যে কে এগিয়ে? ফর্মের বিচারে কোহলি নাকি পরিসংখ্যানের বিচারে রোহিত?

চলতি আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। ১৩ ইনিংসে তার রান সংখ্যা ৬০২। গড় ৬০.২০, স্ট্রাইক রেট ১৪৭.৯১। আটটি হাফ-সেঞ্চুরির পাশাপাশি গত ছয় ইনিংসে রয়েছে পাঁচটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস। বয়স ৩৬ হলেও যেন প্রতিটি শটে ফুটে উঠছে তাঁর প্রাণশক্তি।

অন্যদিকে, রোহিত শর্মার এবারের মৌসুমটা কিছুটা ফর্মের আসা-যাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। ১৩ ইনিংসে করেছেন ৩২৯ রান। গড় ২৭.৪১, স্ট্রাইক রেট ১৪৭.৫৩। হাফ-সেঞ্চুরি মাত্র তিনটি। শেষ পাঁচ ইনিংসে রয়েছে মাত্র একটি ফিফটি। তবুও বয়স ৩৮ ছুঁইছুঁই হলেও অভিজ্ঞতার ঝুলিতে রোহিতের যা আছে, তা তাকে বড় ম্যাচে আলাদা করে তোলে।

তবে শুধু চলতি আসরের পারফরম্যান্স নয়, চলুন দেখি বিগত আসরগুলোর প্লে-অফের পরিসংখ্যান কার পক্ষে কথা বলছে?

কোহলি আইপিএল প্লে-অফে খেলেছেন ১৫ ইনিংসে। রান ৩৪১, গড় ২৬.২৩, স্ট্রাইক রেটটা ১২১.৭৮। ব্যাট হাতে রয়েছে দুটি হাফ-সেঞ্চুরি, সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৭০ রান। অন্যদিকে, রোহিত খেলেছেন ২১ ইনিংস। রান ৩১৬, গড় ১৫.৮০, স্ট্রাইক রেট ১০৮.৯৬। তাঁরও রয়েছে দুটি হাফ-সেঞ্চুরি। তবে দুইবার শূন্য রানেও ফিরেছেন তিনি। তাই এ জায়গায় বেশ কিছুটা এগিয়ে বিরাট কোহলি।

ফাইনালের মঞ্চে আবার রোহিত কিছুটা এগিয়ে। ছয় ফাইনালে করেছেন ১৮৩ রান, সর্বোচ্চ ৬৮, গড় ৩০.৫০। অন্যদিকে, কোহলি তিন ফাইনালে করেছেন ৯৬ রান, গড় ৩২। যদিও রোহিতের ঝুলিতে রয়েছে পাঁচটি আইপিএল ট্রফি, আর কোহলির দল এখনও শিরোপার মুখ দেখেনি।

তবে মাঠের খেলায় তাঁদের ব্যাক্তিগত পারফরম্যান্স হয়ে উঠতে পারে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার কারণ। পরিসংখ্যান পাশ কাটিয়ে রাখলে বিরাট কিংবা রোহিত শর্মা দু’জনই বড় মঞ্চের খেলোয়াড়। তাই তো  দিনশেষে দলের ভরসা জুড়ে থাকে তাঁদের নাম।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link