জাবির পরিকল্পনায় বেঞ্চে ব্রাজিল সুপারস্টার!

জার্মানিতে বায়ার লেভারকুসেনের ইতিহাস গড়ার পর নতুন চ্যালেঞ্জ নিয়ে ফিরেছেন জাবি আলোনসো। প্রাক্তন এই মিডফিল্ডার এবার রিয়াল মাদ্রিদের ডাগআউটে। এসেই জানিয়ে দিয়েছেন—তিনি কেবল ফল পেতে নয়, বরং দীর্ঘমেয়াদি কিছু গড়ে তুলতেই ফিরেছেন বার্নাব্যুতে। আর সেই গঠনের প্রথম ধাপেই স্পষ্ট হলো, বড় কিছু পরিবর্তন আসছে আক্রমণভাগে।

জার্মানিতে বায়ার লেভারকুসেনের ইতিহাস গড়ার পর নতুন চ্যালেঞ্জ নিয়ে ফিরেছেন জাবি আলোনসো। সাবেক এই মিডফিল্ডার এবার রিয়াল মাদ্রিদের ডাগআউটে। এসেই জানিয়ে দিয়েছেন—তিনি কেবল ফল পেতে নয়, বরং দীর্ঘমেয়াদি কিছু গড়ে তুলতেই ফিরেছেন বার্নাব্যুতে। আর সেই গঠনের প্রথম ধাপেই স্পষ্ট হলো, বড় কিছু পরিবর্তন আসছে আক্রমণভাগে।

রিয়ালের বর্তমান স্কোয়াডে তারকার অভাব নেই। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, —সবার মধ্যেই আলাদা গুণ আছে। কিন্তু জাবি আলোনসোর দৃষ্টিতে একটি ঘাটতি স্পষ্ট—দলে নেই ক্লাসিক নাম্বার নাইন। যিনি প্রতিপক্ষের ডিফেন্স চেপে ধরতে পারেন, বক্সে বল পেলে গোলের নিশ্চয়তা দিতে পারেন।

এই ঘাটতি পূরণেই আলোনসোর চোখ তাঁর পুরনো সৈনিক প্যাট্রিক শিকের দিকে। বায়ার লেভারকুসেনে আলোনসোর অধীনে খেলে নিজেকে প্রমাণ করেছেন এই চেক ফরোয়ার্ড। ইনজুরির কারণে কিছুটা ছন্দ হারালেও মৌসুমের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার পারফরম্যান্স নজর কেড়েছে। মাঠে সচেতনতা এবং গুরুত্বপূর্ণ সময়ে কার্যকর উপস্থিতি—এই সবকিছুই আলোনসোর নতুন কৌশলের জন্য আদর্শ।

জানা গেছে, প্রায় ৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি-তেই শিককে পাওয়া সম্ভব। অর্থাৎ, বর্তমান ট্রান্সফার বাজারের তুলনায় এটা রিয়ালের জন্য বেশ সাশ্রয়ী একটি বিনিয়োগ হতে পারে। আর এমন একজন স্ট্রাইকার আসলে দলের আক্রমণভাগের ভারসাম্য ফিরে পাবে।

তবে শিকের আগমন মানেই বদলে যেতে পারে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের অবস্থান। এমবাপ্পেকে সরিয়ে নেওয়া হতে পারে বাঁ পাশে—যেটি তার প্রিয় পজিশন, যেখানে তিনি সর্বোচ্চ কার্যকর। অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়র যিনি দীর্ঘদিন ধরে রিয়ালের বাম প্রান্তের ভরসা, তাকে হয়তো এখন শুরটা বেঞ্চে করতে হবে কিংবা সীমিত সময়ে মাঠে নামবেন, দলের কৌশল ও প্রতিপক্ষের ধরন অনুযায়ী।

রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে তাই আসতে চলেছে এক নতুন বিপ্লব। প্যাট্রিক শিককে ঘিরে গড়ে উঠবে এক নতুন কাঠামো। যেটিতে ভিন্ন রকমের গতিশীলতা থাকবে, থাকবে ভারসাম্য এবং থাকবে গোলের নিশ্চয়তা।

সব মিলিয়ে বলা যায়, জাবি আলোনসোর অধীনে শুরু হচ্ছে রিয়ালের এক নতুন অধ্যায়। তারুণ্য, অভিজ্ঞতা আর কৌশলের মিশেলে গড়ে উঠতে যাচ্ছে এমন এক দল, যারা মাঠে নামবে লক্ষ্য নিয়ে—এবং প্রতিপক্ষকে চমকে দিতে জানবে নতুন কৌশলে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link