শুধু মাঠের খেলায় পরিবর্তন নয়, প্রযুক্তির ছোঁয়াও লেগেছে দেশের ফুটবলে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচ কভার করতে ব্যবহৃত হতে যাচ্ছে অ্যানিমেল রোবট ক্যামেরা। এই অভিনব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচে।
ডাইনামিক ১ নামের এই বিশেষ ক্যামেরা রোবটটি দেখতে অনেকটা একটি জন্তুর মতো, যার মধ্যে স্থাপন করা হয়েছে হাই-রেজোলিউশন ক্যামেরা, সেন্সর এবং স্মার্ট কন্ট্রোলার। মাঠের একদম পাশে ঘোরাফেরা করবে এই রোবট, এবং দেবে এমন সব অ্যাঙ্গেল থেকে দৃশ্য, যা আগে কখনো দেখা যায়নি দেশের কোনো খেলায়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে ‘চম্পক’ নামের রোবট কুকুর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো। এই নতুন প্রযুক্তির ব্যবহার আইপিএলকে নিয়ে যায় অন্য মাত্রায়। এমনকি বিশ্ব ফুটবলে ইতোমধ্যে বেশ কয়েকবার দেখা গেছে এমন রোবট ক্যামেরার ব্যবহার।
ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা কিংবা বিশ্বকাপের মতো বড় আসরেও দর্শকরা দেখেছেন এই প্রযুক্তি। এবার সেই প্রযুক্তির স্বাদ পেতে যাচ্ছে বাংলাদেশের দর্শকরাও।
বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের এই ম্যাচটিতে দেখা যাবে এই প্রযুক্তি, যা দেশের ফুটবলের জন্য ঐতিহাসিক যাত্রা। আধুনিক এই প্রযুক্তি শুধু মাঠের খেলাতে নয় , দেশের ফুটবলে তৈরি করবে নতুন যুগের ধারা।
হামজা সামিতরা দেশের ফুটবলকে যাদুমন্ত্রে বদলে দিয়েছেন। নতুন শুরু, নতুন প্রত্যাশা সব মিলিয়ে বাংলাদেশ ফুটবল যেন এখন স্বপ্নঘোরে বিভোর। আর তার সাথে যুক্ত হওয়া এসব আধুনিক প্রযুক্তির সংযোজন নিঃসন্দেহে দেশের ফুটবলের জন্য এক ইতিবাচক বার্তা।
বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচটি তাই শুধু মাঠের পারফরম্যান্সের দিক থেকে নয়, প্রযুক্তির নতুন অধ্যায়ের সূচনা হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে।