১১ বছর পর আবারো ঝলসে উঠলেন জেমস অ্যান্ডারসন। বয়স ৪৩ ছুঁইছুঁই — তবু বাউন্সার আর স্যুুই এখন বিষাক্ত তাঁর। ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টিতে আবারও সেটা প্রমাণ হয়ে গেল।
ল্যাঙ্কাশায়ারের জার্সিতে মাঠে নামলেন ডারহামের বিপক্ষে। শেষবার খেলেছিলেন ২০১৪ সালে। তারপর কেটেছে ৩৯৩৫ দিন।
বয়স এখন ৪২ পেরিয়ে ৪৩ মাত্র ক’টা দিন বাকি, কিন্তু হাত এখনো ততটাই শার্প।
মিচ স্ট্যানলির জায়গায় একাদশে ঢুকে শুরুতেই বল হাতে নিলেন। প্রথম ওভারে দিলেন মাত্র ৩ রান। দ্বিতীয় ওভারে তুলে নিলেন গ্যারি ক্লার্কের উইকেট। তৃতীয় ওভারে আউট করলেন আলেক্স লিসকে।
ছয় ওভার পর আবার বল হাতে এলেন, এবার ফেরালেন কলিন অ্যাকারম্যানকে। শেষ পর্যন্ত—৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট। বয়স আর মাঝের লম্বা বিরতি — সব কিছু ভুলিয়ে দিলেন এক নিমিষেই।
পুরনো ফর্মে যেন একদিনের ছন্দে ফিরে এলেন জিমি। চুপচাপ এলেন, খেললেন, শেষ করলেন নিজের মতো করে — ঠিক যেমনটা তিনি সবসময় করে এসেছেন। বয়স তাঁর জন্য সত্যিই একটা সংখ্যা। ক্লাস ইজ পার্মানেন্ট ফর জিমি অ্যান্ডারসন!