ক্রিকেটের নেপালী বিপ্লব

এর সাথে যোগ হয়েছে তাঁদের দ্বাদশ সদস্য — মাঠের বাইরে থাকা তাঁদের এক ঝাঁক ডানপিটে সমর্থক, যারা যেকোনো মুহূর্তে দলকে সমর্থন যুগিয়ে যাচ্ছে। 

টানা বিস্ময় সৃষ্টি করে চলেছে নেপাল ক্রিকেট। স্কটল্যান্ডের পর এবার তাঁদের শিকার নেদারল্যান্ডস। প্রথম ওয়ানডেতে লড়াইটা হাড্ডাহাড্ডি হলেও দ্বিতীয় ম্যাচে তাঁরা জিতল হেসেখেলে। ১৭ বল বাকি থাকতে পাঁচ উইকেটের বড় জয় নিশ্চিত করে দক্ষিণ এশিয়ান দলটি।

নেপালের নতুন প্রধান কোচ স্টুয়ার্ট ল এবং কনসালট্যান্ট নিক পোথাসের অধীনে দু’টি ম্যাচ খেলল তাঁরা, জিতল দু’টিতেই। তা-ও আবার স্কটল্যান্ড আর নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে! অথচ, এই নিক পোথাস ক’দিন আগেও সহকারী কোচ ছিলেন বাংলাদেশ দলের।

আইসিসি বিশ্বকাপের খেলায় নেদারল্যান্ডসকে ডান্ডিতে মাত্র ২২৫ রানে অল আউট করে দলটি। এরপর আরিফ শেখের ৭৮ রানের ইনিংসে ভর করে পাঁচ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় নেপালীরা।

এই লিগের শীর্ষ চার দল খেলবে ২০২৭ বিশ্বকাপের বাছাইপর্বে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আগেই সামর্থ্যের জানান দেওয়া নেপাল দলের সামনে এখন ওয়ানডে বিশ্বকাপ খেলার ‍সুযোগ।

নেপাল দল এখন আর শুধু লামিছানে কেন্দ্রিক নয় — সবাই মিলে দলটা নিয়মিত জিতছে। কারান ছেত্রির অলরাউন্ড পারফরম্যান্স, আরিফ শেখের অভিজ্ঞতা, রোহিত পৌড়েল আর দীপেন্দ্র সিং আইরির ধারাবাহিকতা — সব মিলে এক দুর্দান্ত কম্বিনেশন।

এর সাথে যোগ হয়েছে তাঁদের দ্বাদশ সদস্য — মাঠের বাইরে থাকা তাঁদের এক ঝাঁক ডানপিটে সমর্থক, যারা যেকোনো মুহূর্তে দলকে সমর্থন যুগিয়ে যাচ্ছে।

Share via
Copy link