ফের চোট আক্রান্ত শান্ত!

পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা শেষেই হয়ত পরিষ্কার হবে শান্তর চোট কতটুকু গুরুতর। ফর্মের এই দারুণ সময়ে তার দলে থাকা ভীষণ গুরুত্বপূর্ণ। চোটের কারণে শ্রীলঙ্কা বিপক্ষে দ্বিতীয় টেস্ট নিশ্চয়ই মিস করতে চাইবেন না শান্ত।

ফের নাজমুল হোসেন শান্তর হাতে ইনজুরি। প্রথম টেস্টেই তিনি হাতের ইনজুরি আক্রান্ত হয়েছিলেন। তবুও খেলে গেছেন পুরো টেস্ট ম্যাচ জুড়ে। শুধুর খেলে যাননি, পরপর দুই ইনিংসেই তিনি তুলে নিয়েছিলেন সেঞ্চুরি। তবে কলম্বো টেস্টের আগে আবার দু:সংবাদ যেন ঘনিভূত হতে শুরু করেছে।

সিংহলিস স্টেডিয়ামে দলের প্রথম অনুশীলনে গোটা দলের সাথে প্রাণোচ্ছ্বল নাজমুল হোসেন শান্ত ঢুকেছিলেন অনুশীলনে। এর আগেও তিনি সংবাদ মাধ্যমে জানিয়ে গিয়েছিলেন নানা পরিকল্পনার কথা।

কিন্তু এরপরই ঘটে ছন্দপতন। অনুশীলনের শুরুতে হাতে চোট পান শান্ত। এরপর আইসব্যাগে খানিক্ষণ ডুবিয়ে রাখা হয় শান্তর ডান হাতের তর্জনী। প্রথমে বেশ গুরুতর চোট মনে হলেও, সময় গড়ানোর সাথে সাথে সম্ভবত ব্যথা কমতে শুরু করে শান্তর।

তবুও টেস্ট অধিনায়ক কোন প্রকার ঝুঁকি নেননি। তিনি বরং এদিন সতীর্থদের অনুশীলনের দিকেই রেখেছেন বাড়তি নজর। খানিকটা বিষাদ নিয়ে তিনি অবলোকন করে গেছেন সতীর্থদের অনুশীলন।

সিংহলিস স্পোর্টস ক্লাবের স্টেডিয়ামের ঠিক কোলঘেষে রয়েছে বেশ কিছু অনুশীলন নেট। সেখানেই নিজেদের ব্যাটিংটা ঝালিয়ে নিচ্ছিলেন মুমিনুল হক, মুশফিকুর রহিম। চারজন স্পিন বোলারের তদারকিতে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। খানিকবাদে সেখানে হাজির হন শান্ত।

বেশ কিছুক্ষণ তিনি আলাপ করেন সালাউদ্দিনের সাথে। যেন নিজের চোটের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকারী কোচকে। এরপর পাশেই রাখা পোর্টেবল মিনি ফ্রিজের উপর বসে রইলেন বেশ লম্বা সময় ধরে। দেখলেন সতীর্থদের তৈরি হতে।

পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা শেষেই হয়ত পরিষ্কার হবে শান্তর চোট কতটুকু গুরুতর। ফর্মের এই দারুণ সময়ে তার দলে থাকা ভীষণ গুরুত্বপূর্ণ। চোটের কারণে শ্রীলঙ্কা বিপক্ষে দ্বিতীয় টেস্ট নিশ্চয়ই মিস করতে চাইবেন না শান্ত।

Share via
Copy link