শামিম কি সত্যিই আউট ছিলেন?

উইকেটরক্ষক যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন না। এমনটি টেলিভিশন রিপ্লে থেকেও মনে হচ্ছিল বল দিয়ে নয়, বরং আগে হাত দিয়ে বেল ফেলেছেন তিনি। শামিম পাটোয়ারি কি একটা লাইফ পেতে পারতেন? নাকি তাঁর বিরুদ্ধে দেওয়া স্ট্যাম্পিংয়ের সিদ্ধান্ত সঠিক ছিল?

উইকেটরক্ষক যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন না। এমনটি টেলিভিশন রিপ্লে থেকেও মনে হচ্ছিল বল দিয়ে নয়, বরং আগে হাত দিয়ে বেল ফেলেছেন তিনি। শামিম পাটোয়ারি কি একটা লাইফ পেতে পারতেন? নাকি তাঁর বিরুদ্ধে দেওয়া স্ট্যাম্পিংয়ের সিদ্ধান্ত সঠিক ছিল?

ঘটনার সূত্রপাত ম্যাচে বাংলাদেশের ইনিংসের ২৮ তম ওভারের প্রথম ডেলিভারিতে। শামিম পাটোয়ারিকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। শামিম ক্রিজের বাইরেই ছিলেন, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই। দ্বিধা হল স্ট্যাম্পিং নিয়ে। টেলিভিশন রিপ্লে হঠাৎ করে দেখলে মনে হবে, বল হাতে আসার আগে কুশল তাঁর গ্লাফসের ছোয়ায় বেল ফেলেছেন।

শামিম লোভে পড়ে পা বাড়িয়ে এগিয়ে এসেছিলেন, তবে ব্যাটে বলে হয়নি। হঠাৎ করেই স্ট্রাইক লুজ করে বসেন! ওখানেই অপেক্ষায় ছিলেন কুশল মেন্ডিস, যেন অপেক্ষায় ছিলেন! ভেল্কির মতো স্টাম্প ভেঙে দিলেন। কিন্তু সঙ্গে সঙ্গে প্রশ্ন—কুশলের গ্লাভসে তখনও বলটা ছিল তো?

থার্ড আম্পায়ার খুঁটিয়ে দেখলেন। শামিম নিশ্চিতভাবেই ক্রিজের বাইরে। আর স্পষ্ট দেখা গেল, বেল পড়ার সময় কুশলের গ্লাভসে বল ছিল ঠিকঠাক। ফলাফল—আউট! কয়েকবার কয়েকটা ক্যামেরায় দেখে আম্পায়ার নিশ্চিত হয়ে তারপর সিদ্ধান্ত জানালেন।

শামিম বাউন্ডারি লাইনে গিয়ে দাঁড়িয়ে শেষ সিদ্ধান্তের জন্য অপেক্ষায় থাকলেন। কিন্তু, সিদ্ধান্ত তাঁর পক্ষে গেল না। গত কয়েক মাস ধরে কিপিংয়ে কিছু ভুলভ্রান্তি হচ্ছিল কুশলের, কিন্তু আজকের এই স্ট্যাম্পিং—কী অসাধারণ রিফ্লেক্স!

যেন হঠাৎই পুরনো কুশল ফিরে এলেন। অধিনায়ক চারিথ আসালাঙ্কা এসে মাথায় হাত রেখে সম্ভবত বলতে চাইলেন, ভাগ্যিস এখানে কোনো ভুল হয়নি!

Share via
Copy link