কিংবদন্তি হয়েও লর্ডসে সেঞ্চুরির আক্ষেপ!

ক্রিকেটের তীর্থভূমি লর্ডস। যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে লেখা হয়েছে কিংবদন্তির গল্প। প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন — লর্ডসে সেঞ্চুরি করে নিজের নামটি অনার্স বোর্ডে তোলার। বর্তমান কিংবা অতীতে ভারত সামনে এনেছে বিশ্বসেরা সব ব্যাটারদের। তবে অবাক করার বিষয়, তাঁদের কয়েকজন কিংবদন্তি লর্ডসে কখনও সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। চোখ রাখা যাক সেই নামগুলোর দিকে।

ক্রিকেটের তীর্থভূমি লর্ডস। যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে লেখা হয়েছে কিংবদন্তির গল্প। প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন — লর্ডসে সেঞ্চুরি করে নিজের নামটি অনার্স বোর্ডে তোলার। বর্তমান কিংবা অতীতে ভারত সামনে এনেছে বিশ্বসেরা সব ব্যাটারদের। তবে অবাক করার বিষয়, তাঁদের কয়েকজন কিংবদন্তি লর্ডসে কখনও সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। চোখ রাখা যাক সেই নামগুলোর দিকে।

  • সুনীল গাভাস্কার

ভারতের সর্বকালের অন্যতম সেরা ওপেনার সুনীল গাভাস্কার টেস্ট ক্রিকেটে প্রথম ১০ হাজার রান ছোঁয়া ব্যাটার। ৩৪টি টেস্ট সেঞ্চুরির মালিক হলেও লর্ডসে তাঁর ব্যাট থেকে কখনও তিন অঙ্কের ফিগার আসেনি। বহুবার এখানে খেললেও অনার্স বোর্ডে তাঁর নাম লেখা হয়নি।

  • শচীন টেন্ডুলকার

‘ক্রিকেটের ঈশ্বর’ নামে পরিচিত শচীনের ঝুলিতে আছে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি (টেস্টে ৫১, ওয়ানডেতে ৪৯)। ১৯৮৯ থেকে ২০১২ পর্যন্ত সারা দুনিয়া জয় করলেও লর্ডসের সেঞ্চুরি তাঁর রেকর্ডবইয়ে উঠে আসেনি। কিংবদন্তি হয়েও জায়গা মেলেনি লর্ডসের অনার্স বোর্ডে।

  • বিরাট কোহলি

মডার্ন ডে ক্রিকেটের রাজা বিরাট কোহলি। ক্রিকেটের কত শত রেকর্ডই তো নিজের নামে করেছেন। টেস্ট ক্রিকেট থেকে সদ্য বিদায় নেওয়া এই আগ্রাসী ব্যাটার ৩০-এর বেশি টেস্ট ও ৫১টি ওয়ানডে সেঞ্চুরির মালিক। সবকিছু পেলেও একটা জায়গায় ক্যারিয়ারের অপূর্ণতা রয়ে গেছে। গাভাস্কার–শচীনের মতোই কোহলিও যে লর্ডসে তিন অঙ্ক ছুঁতে পারেননি।

  • ভিভিএস লক্ষ্মণ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্মরণীয় সব ইনিংসের জন্য বিখ্যাত ভিভিএস লক্ষ্মণ। এই স্টাইলিশ ব্যাটার লর্ডসে খেলেছেন অনেকবারই কিন্তু একটি সেঞ্চুরিও করতে পারেননি। ফল, তাঁর নামও অনার্স বোর্ডে ওঠেনি।

  • চেতেশ্বর পূজারা

আধুনিক দিনের টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারা। ধৈর্য ও মনঃসংযোগের প্রতিমূর্তি এই ব্যাটার ১৯টি টেস্ট সেঞ্চুরি করেছেন। তবুও লর্ডসে তাঁর নামের পাশে নেই কোনও সেঞ্চুরি।

লর্ডসে স্লোপের বিপরীতে দাঁড়িয়ে রান করাটা কঠিনই বটে। তবে এই কঠিন কাজটায় অনেকে সহজ করে জায়গা করে নেন অনার্স বোর্ডে, আবার কেউ হৃদয়ে বয়ে বেড়ান অপূর্ণতার হাহাকার।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link