টানা দু’টো টি-টোয়েন্টি সিরিজ জয়। শ্রীলঙ্কার পর পাকিস্তানকেও কুপোকাত করেছে বাংলাদেশ। গোটা দল পারফরম করেছে দারুণভাবে। তাইতো অধিকাংশ ক্রিকেটারের আইসিসি র্যাংকিংয়ে হয়েছে উন্নতি। বিশেষ করে বড়সড় লাফটা দিয়েছেন মুস্তাফিজুর রহমান।
১৭ ধাপ এগিয়ে গেছেন বা-হাতি এই পেসার। এই মুহূর্তে তিনি বিশ্বের সেরা দশ টি-টোয়েন্টি বোলারদের একজন। নয় নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজ। বোলারদের তালিকায় নজর কেড়েছেন শেখ মেহেদী হাসানও। তিনিও প্রায় নয় ধাপ এগিয়েছেন। ১৬ নম্বর স্থানে এখন তার অবস্থান।
তবে অবনমন ঘটেছে রিশাদ হোসেনের। তিন ধাপে নিচে নেমে গেছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। এখন তিনি ২০তম স্থানে রয়েছেন। কিন্তু মুস্তাফিজের ঠিক পরে, বড় লাফটা দিয়েছেন শরিফুল ইসলাম। ১৪ ধাপ এগিয়েছেন তিনি। বিশ্বের টি-টোয়েন্টি বোলারদের মধ্যে এখন তিনি ৪৩তম।
এছাড়াও তানজিম সাকিবের বোলিং র্যাংকিংয়েও এসেছে উন্নতি। নয় ধাপ এগিয়েছেন তরুণ এই পেসার। বর্তমানে ৩৭তম তার অবস্থান। বোলারদের উন্নতির মধ্যে যে ব্যাটাররা পিছিয়ে আছেন, তা কিন্তু নয়। তানজিদ হাসান তামিম তার আগ্রাসী ব্যাটিংয়ের জোরে লাফটাও দিয়েছেন বড়সড়।
১৮ ধাপ উন্নতি করে ৩৫ তম অবস্থানে এসেছেন তিনি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তার অবস্থানই সবার উপরে। এছাড়া পারভেজ হোসেন ইমন ২২ ধাপ এগিয়ে এখন তার অবস্থান ৬৩তম। পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ফিফটি হাঁকানো জাকেরও পেয়েছেন ফল।
১৭ অবস্থান এগিয়েছেন তিনি। নিজেকে দেখতে পাচ্ছেন ৫৩তম স্থানে। তাওহীদ হৃদয় দুই ধাপ এগিয়েছেন। ৩৯ নম্বর স্থানে আছেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার। মোদ্দাকথা দলগত ভাল সময়ের পুরষ্কার ব্যক্তিগতভাবেই পাচ্ছেন খেলোয়াড়রা। নিশ্চয়ই এই উন্নতি তাদের ভাল করার তাড়না বাড়িয়ে দেবে কয়েকগুণ।