বুমরাহর চোটের সমাধান জানেন ম্যাকগ্রা

বুমরাহর বোলিং অ্যাকশনই যেন তার সবচেয়ে বড় শত্রু। যার জন্য প্রতিনিয়তই পড়তে হয় তাকে চোটের কবলে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে খেলছেন তিনি দীর্ঘদিন ধরেই। তবুও ইনজুরি এসে হানা দিচ্ছে প্রতিনিয়ত। এবার তাই চোট মুক্ত থাকার টোটকা দিলেন অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা।

জাসপ্রিত বুমরাহর বোলিং অ্যাকশনই যেন তার সবচেয়ে বড় শত্রু। যার জন্য প্রতিনিয়তই পড়তে হয় তাকে চোটের কবলে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে খেলছেন তিনি দীর্ঘদিন ধরেই। তবুও ইনজুরি এসে হানা দিচ্ছে প্রতিনিয়ত। এবার তাই চোট মুক্ত থাকার টোটকা দিলেন অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা।

গত কয়েক বছরে শুধু মাঠের লড়াইয়ে নয়, চোটের সাথেও লড়ছেন বুমরাহ। চোটে গোটা একটা বছর মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। চলতি বছরও ছিলেন ইনজুরিতে। যে কারণে চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলতে পারেননি।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে চলতি ইংল্যান্ড সফরে মাত্র তিনটি টেস্ট খেলেছেন বুমরাহ। তবে তিনি বার বার কেন চোটে পড়েন? সেখান থেকে রেহাই পাওয়ার উপায় কি আছে? হ্যাঁ আছে, সেই টোটকা দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার গ্লেন ম্যাকগ্রা।

জাসপ্রিতের ব্যাতিক্রমধর্মী বোলিং অ্যাকশনের কারনেই প্রতিনিয়ত চোটের কবলে পড়েন তিনি। ম্যাকগ্রা বলেন, ‘ওর অ্যাকশনটা বাকিদের থেকে আলাদা। ও ধীরে দৌড়ায়। শেষ দিকে হঠাৎ গতি বাড়ায়। বল করার সময় ওর হাতের ধরনও অন্যরকম থাকে। ব্যাতিক্রমধর্মী বোলিং অ্যাকশনের কারণেই অন্য বোলারদের তুলনায় ওর শরীরের ওপর চাপ পড়ে বেশি। বিশেষ করে ওর কোমরের উপর বেশি ধকল পড়ে। তাই প্রতিনিয়ত কোমরের চোট ভোগায় তাকে।’

ম্যাকগ্রার মতে, বুমরাহর উচিত একটা গোটা মৌসুম মাঠের বাইরে থাকা। তিনি বলেন, ‘এখন বছরে অনেক বেশি ক্রিকেট খেলতে হয়। বিশ্রামের সময়ই পাওয়া যায় না। তাই চোট লেগেই থাকে। চোটমুক্ত থাকতে হলে একটা মৌসুম বাহিরে থাকতে হবে। তবেই পরবর্তী মৌসুমে তরতাজা হয়ে ফিরে আসা যাবে।’

বিশেষ করে বুমরাহর মতো যারা তির ফরম্যাট খেলে, তাদের এই বিশ্রাম আরও বেশি জরুরি। কেননা তিন ফরম্যাটে খেলা চালাতে হলে অবশ্যই ওয়ার্কলোড ম্যানেজম্যান্টের মাথায় রাখতে হবে। বুমরাহর উপর প্রতি ম্যাচে যা চাপ থাকে তা বাকিদের ভাগ করে নেওয়া উচিত বলে মনে করেন ম্যাকগ্রা।

কেননা বুমরাহ এমন এক পর্যায় এসে পৌঁছেছেন এমতাবস্থায় এই চাপে বেশি দিন খেলা চালানো মুশকিল। ম্যাকগ্রা আরও বলেন, ‘দলের সেরা বোলারকে বেশি দিন খেলাতে হলে তার উপর চাপ দেওয়া যাবে না।’

জাসপ্রিত বুমরাহ শুধুমাত্র ভারতের সেরা ফাস্ট বোলারই নন। তিনি আধুনিক ক্রিকেটের এক অন্যতম ভয়ংকর ও  কার্যকর ফাস্ট বোলার। তাকে দীর্ঘসময় খেলতে হলে থাকতে হবে চোটমুক্ত। যার জন্য প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম ও সঠিক ওয়ার্কলোড ম্যানেজমেন্ট পরিকল্পনা।

Share via
Copy link