নাসুম আহমেদকে পেছন থেকে টেনে ধরছেন তানভীর ইসলাম। দৃশ্যটা যেন প্রতীকী। বাংলাদেশে মানুষকে পেছন থেকে টেনে ধরার ঘটনা তো ঘটে অহরহ। কিন্তু এক্ষেত্রে বরং একজন আরেকজনের উপকারই করছেন। যদিও এই দুইজনের মাঝে রয়েছে দ্বৈরথ।
নাসুমের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছেন তানভির। এশিয়া কাপের দলে সুযোগ পেতে পারেন যে কেউ। তবে সেই দ্বৈরথের মাঝেও সৌহার্দ্য হারিয়ে ফেলেননি। লড়াইটাকে স্বাস্থ্যকরই রাখছেন এই দুইজন।
বেশ লম্বা বিরতি কাটিয়ে নাসুম আহমেদ সদ্যই ফিরেছেন দৃশ্যপটে। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে খেলেছেন তিনি। অন্যদিকে তার অবর্তমানে তানভীর খেলেছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। সেই সিরিজে যদিও আশানুরূপ পারফরম্যান্সের দেখা মেলেনি তার কাছ থেকে। তিন ম্যাচে নিয়েছিলেন দুই উইকেট।
তবে বাংলাদেশের সাদা বলের ক্রিকেটের ভাবনাতে রয়েছেন এই দুইজনই। বিশেষ করে সংক্ষিপ্ততম ফরম্যাটে। কিন্তু এশিয়া কাপের দলে দুইজনের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। সার্বিক দিক পর্যালোচনায় অবশ্য নাসুম রয়েছেন এগিয়ে।
বড় মঞ্চের অভিজ্ঞতা এবং ফিটনেস- এই দিকগুলো এগিয়ে রাখছে নাসুম আহমেদকে। অন্যদিকে সদ্য হওয়া ফিটনেস টেস্টে পাস করতে পারেননি তানভীর ইসলাম। টাইম ট্রায়ালে তিনি শেষ করেছেন সবার শেষে। তাছাড়া আন্তর্জাতিক মঞ্চেও অভিজ্ঞতা খুব একটা সমৃদ্ধ নয়।
সেদিক বিবেচনায় তানভীর হয়ত এশিয়া কাপের স্কোয়াডে নিজের নামটি খুঁজে পাবেন না। তাই বলে সতীর্থের উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছেন না তিনি। সহয়তা করছেন। দু’জনে মিলে উন্নতির পথটা পাড়ি দিচ্ছেন। এই তল্লাটের চিরায়ত হীন মানসিকতা এখনও ছুয়ে যেতে পারেনি।