আইপিএল ট্রেডিং উইন্ডো কাঁপাচ্ছেন যারা

নিলামের আগে দল গোছানোর সুযোগ এখন হাতে পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর সেখানে আলোচনায় দু’টি বড় নাম - রবিচন্দ্রন অশ্বিন ও সাঞ্জু স্যামসন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ মৌসুমের ট্রেডিং উইন্ডো আনুষ্ঠানিকভাবে খুলে গেছে। নিলামের আগে দল গোছানোর সুযোগ এখন হাতে পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর সেখানে আলোচনায় দু’টি বড় নাম – রবিচন্দ্রন অশ্বিন ও সাঞ্জু স্যামসন।

মৌসুম শেষের এক মাস পর থেকে নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত এই উইন্ডো খোলা থাকবে। এই সময় খেলোয়াড়দের সরাসরি বিনিময় বা অল-ক্যাশ ডিলে ট্রেড করা যাবে—যেখানে নির্দিষ্ট একটি ফি নিয়ে চুক্তি হয়, অনেক সময় যা প্রকাশ করা হয় না।

আইপিএলে খেলোয়াড় বিনিময়ের ইতিহাস দীর্ঘ। ২০০৯ সালে মুম্বাই ইন্ডিয়ান্স রবিন উথাপ্পাকে দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু থেকে জহির খানকে নিয়েছিল। আবার ২০২৪ মৌসুমের আগে হার্দিক পান্ডিয়ার মুম্বাইয়ে ফেরাটা হয়েছিল বড় অঙ্কের অল-ক্যাশ ডিলে—শোনা যায় প্রায় ১০০ কোটি রুপিতে, যার ফলে মুম্বাইয়ের নিলাম পার্স কমে যায় ১৫ কোটি রুপি।

এবারের ট্রেডিং আলোচনায় সবার উপরে আছে দুই অভিজ্ঞ তারকার নাম—রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসন আর চেন্নাই সুপার কিংসের অফস্পিনার রবিচন্দ্রন আশ্বিন। ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসন রাজস্থানকে অনুরোধ করেছেন তাঁকে ছেড়ে দেওয়ার জন্য, তবে দলটি তাঁকে ট্রেড করবে নাকি নিলামে তুলবে তা এখনও নিশ্চিত নয়।

অন্যদিকে, অশ্বিন চেন্নাই ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করছেন। গত মৌসুমে তিনি খেলেছিলেন মাত্র ৯ ম্যাচ—যা তাঁর আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে কম। বার্তা সংস্থা পিটিআইয়ের সূত্র জানিয়েছে, চেন্নাইয়ের সাথে পারস্পরিক বোঝাপড়ায় গিয়েছেন অশ্বিন। তবে ক্রিকবাজ জানিয়েছে, ২০২৫ সালে এক দশক পর চেন্নাইয়ে ফেরা অশ্বিন সম্ভবত দল ছাড়তে যাচ্ছেন।

আইপিএলের খেলোয়াড় রিটেনশনের শেষ তারিখ এখনও ঘোষণা হয়নি। এর আগে-পরে দলগুলো ট্রেড আর নিলামের কৌশল নিয়ে ব্যস্ত থাকবে। আপাতত সবার দৃষ্টি—স্যামসন ও অশ্বিনের দিকে। নিলামের হাতুড়ি পড়ার আগেই কি নতুন দলে যাবেন তাঁরা?

Share via
Copy link