বার্নাব্যুর রাতের আলোয় নতুন ভোর

গ্যালারি অস্থির, কিন্তু গোল এল না। এমবাপ্পে একবার ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে মিস করলেন, আরেকবার শট বাইরে গেল। বার্নাব্যুর নি:শ্বাস যেন আটকে গেল—কবে আসবে সেই মুহূর্ত?

সান্তিয়াগো বার্নাব্যুর রাত মানেই অন্যরকম এক আবহ। হাজারো সাদা জার্সির সমুদ্র, চোখেমুখে প্রত্যাশা — এবার তারা দেখতে এসেছে একসাথে দুই নতুন সূর্যকে। ডাগআউটে জাবি আলোনসো, মাঠে কিলিয়ান এমবাপ্পে। পুরোনো অধ্যায় শেষ, নতুন গল্পের প্রথম লাইন এখানেই শুরু।

প্রথমার্ধটা ছিল ধৈর্যের লড়াই। ওসাসুনার লাল দেয়াল ভাঙতে হিমশিম খেল রিয়াল। এডার মিলিতাও দূর থেকে শট নিলেন, তরুণ ডিন হুইসেনও চেষ্টা করলেন, কিন্তু ওসাসুনা প্রহরী সার্জিও হেরেরা ছিলেন অটল।

গ্যালারি অস্থির, কিন্তু গোল এল না। এমবাপ্পে একবার ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে মিস করলেন, আরেকবার শট বাইরে গেল। বার্নাব্যুর নি:শ্বাস যেন আটকে গেল—কবে আসবে সেই মুহূর্ত?

আরেকটু অপেক্ষা, তারপরই নাটক। দ্বিতীয়ার্ধের শুরুতেই এমবাপ্পে ঢুকে গেলেন বক্সে, হুয়ান ক্রুজের ট্যাকলে পড়লেন মাটিতে। রেফারি বাঁশি বাজালেন, পেনাল্টি! পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে গেল। এমবাপ্পে স্পট কিকে এগিয়ে এলেন, যেন পুরো ইউরোপ থেমে দেখছে। নিখুঁত শট—বল ছুটে গেল জালে, গর্জে উঠল বার্নাব্যু।

এক গোলেই যেন সাদা-সোনালি মহাকাব্যের নতুন অধ্যায় খুলে গেল। ডাগআউটে দাঁড়িয়ে আলোনসোর মুখে হালকা হাসি, চোখে স্বপ্নের ঝিলিক। ম্যাচ শেষে বললেন, ‘এখানে কোচ হিসেবে ফিরতে পারা সত্যিই অবিস্মরণীয়। আশা করি, এটা বহু জয়ের সূচনা।’ তার কণ্ঠে শোনা যাচ্ছিল ভবিষ্যতের প্রতিশ্রুতি।

এই রাতে অভিষেক হলো ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের। লিভারপুলের লাল ছেড়ে এলেন সাদা রাজত্বে। সঙ্গে ছিলেন বোর্নমাউথের প্রাক্তন হুইসেন আর ডাচ বংশোদ্ভূত আলভারো কারেরাস। ১৮ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার ফ্র্যাঙ্কো মাস্তানতুওনো অভিষেক ঝলকে নজর কাড়লেন আলোনসোর আশীর্বাদে।

তবে অনুপস্থিত ছিলেন জুড বেলিংহ্যাম। কাঁধের অস্ত্রোপচারের পর তাকে পেতে অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। গত মৌসুমের শেষে আনচেলত্তির বিদায়টা ছিল তিক্ত—লা লিগা নেই, ইউরোপ নেই। কিন্তু বার্নাব্যুতে সেদিনের রাত অন্য কিছু বলছিল।

এমবাপের সেই এক গোল, আলোনসোর প্রথম জয়, আর দর্শকদের চোখেমুখে নতুন ভোরের আশা। আগের মৌসুমেই স্পেনে এসে লা লিগার সর্বোচ্চ ৩১ গোল করা এমবাপ্পে এবার শুরুতেই জানিয়ে দিলেন, আলোনসোর নির্দেশনায় নতুন ভোর আনতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ।

মাদ্রিদের এই যাত্রা কেবল তিন পয়েন্ট দিয়ে শুরু হলো না, শুরু হলো এক নতুন স্বপ্নের গল্প। ২০০৮ সাল থেকে শুরু করে মৌসুমের প্রথম ম্যাচে বরাবরের মতই অজেয় রইল রিয়াল।

Share via
Copy link