টানা ১৫ টি টস হারের পর একটাতে জিততে সক্ষম হলেন সুরিয়াকুমার যাদব। কিন্তু, সেই টস জিতে তিনি যা সিদ্ধান্ত নিলেন, সেটা শুনে ভ্যাবাচ্যাকা খেল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সবাই। শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন।
সিদ্ধান্ত শুনে অবাক ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারও বলেন, ‘বোলিং? তুমি নিশ্চিত, আমি তো ভেবেছিলাম, বোলিং নেবে।’ সুরিয়াকুমার সাফ জানিয়ে দিলেন, ‘না, টুর্নামেন্টের প্রথম ম্যাচ। আমরা প্রথম ম্যাচে একটু ফ্লেক্সিবল থাকতে চাই। সেজন্য, আগে বোলিং করতে চাই। এই উইকেট নতুন, গত দুই-তিন মাস কোনো ম্যাচ খেলিনি আমরা। আমরা একটু আগে ভাগে এসে কয়েকটা ভাল প্র্যাকটিস সেশন কাটিয়েছি।’

সুরিয়া যখন কথা বলছিলেন, তখন পেছনে থাকা সংযুক্ত আরব আমিরাত অধিনাযক মোহাম্মদ ওয়াসিমও যেন দ্বিধায়। একটু জোরেই জিজ্ঞেস করলেন, ‘বোলিং?’ যেন শুনতে পাননি, কিংবা শুনেও বিভ্রান্ত হয়েছেন। সুরিয়া থেমে গিয়ে ঘুরে গিয়ে জবাব দিলেন, ‘হ্যা, আগে বোলিং করবো।’
কথা শেষ করে আবারও সুরিয়া যখন হাত মেলান ওয়াসিমের সাথে তখন ফিসফিস করে বলেন, ‘আপনিই তো আগে ব্যাটিং করতে চেয়েছিলেন!’ ওয়াসিমও অবশ্য অবাক করে দিয়ে পরে জানালেন, আরব আমিরাতও সুযোগ পেলে আগে বোলিং করত।

অথচ, এই উইকেটে টস জিতে আগে ব্যাটিং নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। ম্যাচ শুরুর আগে তেমনটাই বলাবলি হচ্ছিল।










