মুস্তাফিজ-হার্দিক, অসম লড়াইয়ের মঞ্চে জয় হবে কার?

সেই ম্যাচে জমজমাট একটা দ্বৈরথের দেখা মিলতে পারে মুস্তাফিজুর রহমান ও হার্দিক পান্ডিয়ার মধ্যে। ডেথ ওভারে এই দুইজনের মুখোমুখি লড়াই গড়ে দিতে পারে ম্যাচের পার্থক্য।

অপ্রতিরোধ্য ভারতের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। সেই ম্যাচে জমজমাট একটা দ্বৈরথের দেখা মিলতে পারে মুস্তাফিজুর রহমান ও হার্দিক পান্ডিয়ার মধ্যে। ডেথ ওভারে এই দুইজনের মুখোমুখি লড়াই গড়ে দিতে পারে ম্যাচের পার্থক্য।

মুস্তাফিজুর রহমান, এবারের এশিয়া কাপে পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। তার ঝুলিতে আছে সাতটি উইকেট। আরব আমিরাতের কন্ডিশনে এখনও টিকে থাকার দলগুলোর পেসারদের মধ্যে স্রেফ কাটার মাস্টারই হতে পেরেছেন সফল। তার উপরে যদিও সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকি রয়েছেন।

তবে ডেথ ওভারে মুস্তাফিজের মুন্সিয়ানার কাছাকাছি পৌঁছাতে পারেননি তেমন কেউই। এখন পর্যন্ত চার ম্যাচে ডেথ ওভারে মুস্তাফিজ করেছেন পাঁচ ওভার। এই সময় কালে তিনি বাগিয়েছেন চার উইকেট। তবে চমকপ্রদ বিষয় হচ্ছে তার ইকোনমি রেট। এই পাঁচ ওভারে তার সর্বসাকুল্যে খরচ ৩৫ রান।

অর্থাৎ ওভারপ্রতি সাত রান করে খরচা করেছেন মুস্তাফিজ। অথচ সেই সময়ে ব্যাটাররা নির্ভয়ে ব্যাট চালিয়ে দ্রুত রান তোলার দিকেই মূলত মনোযোগ দেন। এমন নয় যে খর্বশক্তির দলের বিপক্ষে মুস্তাফিজের রয়েছে এমন পরিসংখ্যান। আফগানিস্তান, শ্রীলঙ্কার মত প্রতিপক্ষদের বিপক্ষে মুস্তাফিজ দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা।

তবে একটা বিষয় সত্য, হার্দিক পান্ডিয়ার বিপক্ষে মুস্তাফিজের টি-টোয়েন্টি পরিসংখ্যান মোটেও সুখকর নয়। ভারতীয় ফিনিশার ফিজের বিরুদ্ধে রান করেছেন প্রায় ২০২ স্ট্রাইকরেটে। ৩৬ বল মোকাবেলা করে ৭৩টি রান সংগ্রহ করেছেন হার্দিক। দুঃখজনক হলেও সত্য একবারও হার্দিককে আউট করতে পারেননি মুস্তাফিজ।

তবে আশার বিষয় হচ্ছে, এবারের এশিয়া কাপে হার্দিক পান্ডিয়া এখনও সেই অর্থে নিজের সামর্থ্য প্রমাণ করতে পারেননি। সত্যি বলতে ভারতের প্রয়োজনই পড়েনি তাকে। অন্যদিকে মুস্তাফিজ নিজের সক্ষমতার প্রকাশ ঘটিয়েছেন দারুণভাবে। এখন শেষ অবধি লড়াইয়ে হার্দিকই থাকবেন কি-না আপারহ্যান্ডে, সেটাই এখন দেখার অপেক্ষা।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link