রঙহীন জাসপ্রিত পরিকল্পনার বলি

এবারের এশিয়া কাপে বুমরাহ উইকেট শিকারির তালিকার শীর্ষে নেই। এমন দৃশ্য কল্পনাতীত। টো ক্রাশিং ইয়োর্কারে উইকেট শিকারে ওস্তাদ বুমরাহ কেবল পেয়েছেন পাঁচটি উইকেট।

সেরা দশেও নেই জাসপ্রিত বুমরাহ! এবারের এশিয়া কাপে বুমরাহ উইকেট শিকারির তালিকার শীর্ষে নেই- এমন দৃশ্য কল্পনাতীত। টো ক্রাশিং ইয়োর্কারে উইকেট শিকারে ওস্তাদ বুমরাহ কেবল পেয়েছেন পাঁচটি উইকেট। এর পেছনে অবশ্য কারণ পরিকল্পনার পরিবর্তন।

স্বাভাবিক দিনগুলোতে বুমরাহের চার ওভার মূলত ভাগ করা হয় ২-২ অনুপাতে। দুই ওভার করেন তিনি প্রথম পাওয়ার প্লে-তে, আর বাকি দু’টো রেখে দেওয়া হয় ডেথ ওভারের জন্যে। তবে এবার ভারত দলের পরিকল্পনার বদল এসেছে। ৩-১ অনুপাতে ভাগ করা হয়েছে বুমরাহের ওভারগুলোকে।

তিনটি ওভার তাকে দিয়ে করানো হয় পাওয়ার প্লে চলাকালীন। আর এখানেই মূলত ছন্দপতন ঘটছে জাসপ্রিত বুমরাহের বোলিং পারফরমেন্সে। ভারত শুরুতেই প্রতিপক্ষের উপর চাপ প্রয়োগ করতে চায়। আর সেই চাপকে ঘনিভূত করে উইকেট শিকারের দায়িত্ব থাকে স্পিনারদের উপর।

সেই চাপ প্রয়োগের জন্যে জাসপ্রিতের উপর ভরসা রাখছে নতুন বলে। কিন্তু সেই ভরসার প্রতিদান আক্ষরিক অর্থে দিতে পারছেন না বুমরাহ। এখন পর্যন্ত পাওয়ার প্লে-তে ১২টি ওভার করেছেন জাসপ্রিত। এই সময়ে তার খরচা ৮৬ রান। উইকেট পেয়েছেন মাত্র তিনটি। এ যেন বুমরাহ নামক দানবের এক ভীষণ অপরিচিত চিত্র।

অন্যদিকে ডেথ ওভারে তিন ওভার করে বুমরাহের খরচা ৩০ রান। উইকেট শিকার করেছেন দুইটি। ডেথে এখনও তার বোলিং গড় ১৫। তবে পাওয়ার প্লে-তে তার বোলিং গড় দাঁড়িয়েছে ২৮.৬৭ এ। জাসপ্রিতের জন্যে ভীষণ নেতিবাচক এক পরিস্থিতি। বিষয়টি আরও পরিষ্কার হবে, পাওয়ার প্লে-তে জাসপ্রিতের করা তৃতীয় ওভারে নজর বাড়ালে।

চার ইনিংসেই তিনি পাওয়ার প্লে-তে ব্যক্তিগত তৃতীয় ওভারে এসে খেই হারিয়েছেন। এখন পর্যন্ত এবারের এশিয়া কাপে ১২টি চার হজম করেছেন জাসপ্রিত। যার মধ্যে পাঁচটাই তিনি হজম করেছেন তার করা ইনিংসের তৃতীয় ওভারে। এমনকি চার ছক্কার দুইটিই তাকে সহ্য করতে হয়েছে ওই সেই তৃতীয় ওভারেই।

সেটাই বরং প্রমাণ করে, ভারতের নতুন পরিকল্পনায় জাসপ্রিতের সর্বোচ্চ ব্যবহারটা করতে পারছে না ভারত। যদিও এই পরিকল্পনায় সফলতা এনে দিচ্ছেন দলের স্পিনাররা। এখন ফাইনালের আগে নিশ্চয়ই নিজেদের পরিকল্পনা পরিবর্তন করতে চাইবে না টিম ইন্ডিয়া। তেমনটি চললে, এবারের এশিয়া কাপটা এমন রঙহীন কাটবে জাসপ্রিতের।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link